পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ । রাজভক্তি । নারায়ণ, ভারত-সন্তানগণের রাজ-ভক্তি-দর্শনে, পরমানন্দ লাভ করিলেন । ভারতের এ দুদিনে, ইংরাজ রাজের প্রতি, তাহাদের অটল ভক্তিই, বিপন্মুক্তির একমাত্র উপায় । এই ভক্তি-ভাব, যাহাতে ভারতীয় নর-নারী হৃদয়ে চিরকাল অক্ষুঃ থাকে, এই অভিপ্রায়ে, তিনি এক সন্ন্যাসীর বেশ ধারণপূর্বক, কতিপয় ভারত-সন্তানকে আহবান করিয়া, নিম্নলিখিত নীতি-শাস্ত্রোক্ত উপদেশগুলি বলিতে লাগিলেন,—বৎসগণ, মনু বলিয়াছেন ;– অরাজকেহি লোকেস্মিন সর্বতে বিদ্রুতে ভয়াৎ । রক্ষার্থমস্য সর্ববস্য রাজান মস্বজৎ প্রভূঃ ॥ জগৎ অরাজক হইলে, বলবানের ভয়ে সকলেই ব্যাকুল হইবে, এই নিমিত্ত, সমুদয় চরাচর রক্ষার জন্য, প্রজাপতি রাজাকে স্বষ্টি করিয়াছেন । ইন্দ্রানিল-যমার্কাণা মগ্নেশ্চ বরুণস্য চ | চন্দ্র-বিত্তেশয়োশ্চৈব মাত্র নিহৃত্য শাশ্বতীঃ ॥ ইন্দ্র, বায়ু, যম, সূৰ্য্য, অগ্নি, বরুণ, চন্দ্র, কুবের এই অষ্ট দিকপালের সারভূত অংশ গ্রহণ-পূর্বক, প্রজাপতি রাজাকে স্থষ্টি করিয়াছেন । સ્વ (t B