পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দশন । কোশানাং রক্ষণে দক্ষঃ স্তান্নিধানাং ধনাধিপঃ । চন্দ্রে। যথা বিনা সর্বে রংশে নো ভাতি ভুপতিঃ ॥ কুবের, যেমন রত্ন-সমূহের রক্ষণ-পটু, রাজাও, তেমনই কোশ বা ধন সমূহের রক্ষণ পটু ; চন্দ্র, যেমন সর্বাংশ বাতীত শোভা পান না, রাজাও তেমনই বিপুল-কোশ ন হইলে শোভা পান না । শুক্রাচার্য্য আরও বলেন ঃ– পিতা মাতা গুরু ভ্রাতা বন্ধু র্বৈ শ্রবণে যমঃ। নিত্যং সপ্তগুণে রেষাং যুক্তো রাজা ন চান্যথা । রাজাতে, পিতৃত্ব, মাতৃত্ব, গুরুত্ব, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ধন-পতিত্ব, রত্ব, এই সপ্তগুণ বিদ্যমান আছে। এই সপ্ত গুণ-বিশিষ্ট ন হইলে, রাজ। কখনও প্রজা-রঞ্জক হইতে পারেন না । গুণ-সাধনসংদক্ষঃ স্বপ্রজীয়াঃ পিতা যথা | ক্ষময়ত্যপরাধাণাং মাতা পুষ্টি-বিধায়িনী ॥ পিতা, যে প্রকার নিজ সন্তানের গুণোপার্জনে তৎপর, রাজাও, সেইপ্রকার, নিজ প্রজার গুণোপার্জনে তৎপর। মাত যেরূপ পুঞ্জি-বিধায়িনী ও অপরাধ সমূহের ক্ষময়িত্রী, রাজাও, সেইরূপ, প্রজাবর্গের পোষক ও ক্ষমাশীল । Հ.վ: Գ