পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । হিতোপদেষ্ট শিষ্যস্য স্থবিদ্যাধ্যাপকে গুরুঃ । স্বভাগোদ্ধারকৃদ ভ্রাতা, যথা-শাস্ত্ৰং পিতৃর্ধনাৎ ॥ আচাৰ্য্য, যেরূপ শিষ্যকে সুবিদ্যাধ্যাপন ও হিতোপদেশ দান করেন, রাজাও, সেইরূপ, প্রজার বিদ্যা-দাতা ও হিতোপদেষ্ট । ভ্রাতা, যেরূপ, পিতার ধন হইতে নিজ ভাগ গ্রহণ করেন, রাজাও, সেইরূপ, প্রজা-বগের নিকট হইতে, স্বভাগ উদ্ধার করেন । আত্ম স্ত্রীধন গুহ্যাণাং গোপ্ত বন্ধ স্তু মিত্রবৎ | ধনদস্তু কুবেরঃ স্তাদ যমঃ স্বাচ্চ স্থদণ্ডকৃৎ ॥ রাজা মিত্রের স্যায় আত্মা, স্ত্রী, ধনের ও গুহ্য বিষয়সমূহের রক্ষাকৰ্ত্ত ; অতএব, রাজা বন্ধু। রাজা ধনদ ; সুতরাং তিনি কুবের-সদৃশ ; রাজা, ন্যায়তঃ দণ্ডবিধান করেন, সুতরাং তিনি যম-সদৃশ । বৎসগণ, তোমাদের ইংরাজরাজাধিরাজে পূর্বোক্ত পিতৃত্বাদি গুণ সমূহ বিদ্যমান আছে। অতএব, প্রকৃত অভু্যদয়শালী এবম্বিধ গুণ বিশিষ্ট ইংরাজ রাজের প্রতি, সর্ণবদা অটল ভক্তি রাখিও । যে ব্যক্তি, ঈদৃশ প্রজাবৎসল রাজার অনিষ্টাকাঙক্ষ করে, সে নিশ্চয়ই জীবনে বিবিধ ক্লেশ ভোগ করিয়া, পরলোকে নরকে পতিত হইবে । অতএব, বৎসগণ, রাজাকে সর্বদা ভক্তি করিও, ইহাই তোমাদের ধৰ্ম্ম-শস্ত্রের উপদেশ,” এই সকল কথা বলিয়া, সন্ন্যাসি-বেশধারী নারায়ণ স্থানান্তরে গমন করিলেন । 家.Q切"