পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দৃশ্য। অগত্যু-হত্য | রামরাম ঘোষ একজন সম্পন্ন লোক ; তাহার দ্বিতীয়। কন্যার শুভ বিবাহ, তিনি মহা সমারোহে সম্পন্ন করিবেন, স্থির করিলেন । জ্যেষ্ঠ কন্য। শৈলবালাকে আনিবার জন্য, লোক প্রেরিত হইল । শৈলের শাশুড়ী পীড়িত, এজন্য, তাহার তাসী হইল না । ইহাতে শৈলবালার দুঃখের সীমা রহিল না । সে দিবা-রাত্ৰি কঁাদিতে লাগিল, স্বামী কত প্রবোধ দিলেন, কিন্তু কিছুতেই, তাহার অশ্র-বর্ষণ ক্ষান্ত হইল না ; সে আত্মহত্যা করিয়া, শান্তি-লাভ করিবে, এ ভাবনা তাহার মনে প্রবল হইল । এক দিন সন্ধ্যার পর, সে গলায় ফাসি দিয়া, প্রাণত্যাগ করিবার উদ্যোগ করিতেছে, এমন সময়, নারায়ণ, এক বৃদ্ধ-স্ত্রীলোকের মূৰ্ত্তি ধারণ পূৰ্ব্বক, তাহার সমক্ষে উপস্থিত হইলেন এবং তাহাকে ক্রোড়ে করিয়া বসিয়া, ব্যজন করিতে করিতে, মৃদুভাবে বলিতে লাগিলেন, “ছিছি ! মা ! একি ! তুমি আত্ম-হত্যার উদ্যোগ করিতেছ ! তুমি গৃহের লক্ষী, তোমার এই পাপ-বুদ্ধি কেন হইল ! ক্ষান্ত হও মা ! ব্রহ্মহত্য 总意忘》