পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ভুলিয়া যাও । কোনও কারণে, মনঃ-পীড়া উপস্থিত হইলে, তাহা ভগবানে সমর্পণ কর ; দেখিবে, সেই শান্তি-দাতা, তোমার মনে, অবিলম্বে শান্তি আনয়ন করিবেন । বৃদ্ধার কথা শ্রবণ করিয়া, বধূ উত্তর করিল, “মা ! আপনি কে ? মানবী, না, দেবী ? এমন দয়াময়ী মা’ত কখনও দেখিনি ! মা ! আপনি, আমাকে জীবন দান করিলেন, আমি মহাপাপিনী ; মনের দুঃখে, ইহকাল ও পরকালের সুখ-শান্তি নষ্ট করিতে প্রস্তুত হইয়াছিলাম ! মা ! আমার মনে আগুন জুলিয়া উঠিয়াছিল, আপনার কথায়, তাহ। নির্বলাপিত হইল । বৃদ্ধ । মা ! এখন সুস্থ হইয়াছ এবং আপন দোষ বুঝিতে পারিয়াছ, ইহাই আঙ্গলাদের বিষয় । - * * বধু। মা ! আপনি আমাকে রক্ষা করিলেন ; চিরকাল আপনার নিকট কৃতজ্ঞ থাকিব । বৃদ্ধ । মা ! তোমাদের অভিমান বড় বেশী, এরূপ ভাব ভাল নয়। স্বামীরত্ব ও সংসারের মায়া ভুলিয়া, যে রমণী এরূপ ঘৃণিত কাৰ্য্য করিতে প্রবৃত্ত হয়, সে, স্ত্রী-সমাজ হইতে বহিষ্কৃত হওয়ার যোগ্য । মা ! স্ত্রী-জাতি বিশেষ গৌরবান্বিত ; তাহারাই শক্তি, র্তাহারাই ভক্তি ; তাহারাই লক্ষী, তাহারাই সরস্বতী। স্ত্রী-জাতিই, ংসারের শোভা, নন্দন-কাননের পরম রমণীয় সুগন্ধি কুকুম ! এই বিশ্ব-উদ্যানের কনক-লতা। এমন স্ত্রীকুল, কলুষিত করিও না, আপন জাতির গৌরব রক্ষা করিও । মা ! প্রতিদিন, শ্ৰীকৃষ্ণের শতনাম, বিষ্ণু-স্তব ও রাধিকা-স্তব পাঠ করিও ; নবগ্রহের স্তব,

  • もう