পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । সব বৃথা ; জপ-তপ সব বৃথা । আপনি এখনও ধৰ্ম্মের মৰ্ম্ম কিছুই বুঝিতে পারেন নাই ; আপনাপেক্ষা, আপনার একজন সামান্য প্রজাও শ্রেষ্ঠ জীব | দত্তাপহারী ব্রাহ্মণ, পতিত ব্রাহ্মণ বলিয়া গণ্য ; আপনিও পতিত ও মহাপাপী । অপহৃত দেবোত্তর ও ব্রহ্মোত্তরের জমি সকল, আধিক্লারীকে প্রত্যপণ করুন, আর, এই ব্রাহ্মণকে ছাড়িয়া দিন । ঈশ্বর, দাত ; যদি র্তাহার কৃপা হয়, তবে তিনি, এই ক্ষতি, অন্যোপায়ে অবশুই পূর্ণ করিবেন। নিরীহ ও নিরাশ্রয় ব্রাহ্মণগণের অভিশম্পাত গ্রহণ করিবেন না । অনন্তর সন্ন্যাসি-মূৰ্ত্তি-ধারী নারায়ণ, স্থানাস্তরে যাত্রা করিলেন । রাজা মহাদেব রায়, আপন দোষ হৃদয়ঙ্গম হওয়ায়, অনুতপ্ত হইলেন এবং ব্রাহ্মণগণকে সস্তুষ্ট করিবেন, এই ভাবিতে লাগিলেন ।