পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্থ আপ্যাম্ৰ । তীর্থ-দর্শন । দেবগণ, পুরী, শ্ৰীবৃন্দাবন, কাশী ও গয়াধাম দর্শন করিয়া, শ্ৰীধাম নবদ্বীপে উপস্থিত হইলেন, কিন্তু সর্বত্রই তাহার ধৰ্ম্মাম্বরাগের অভাব-দর্শনে, নিতান্ত ব্যথিত হইলেন । নারায়ণ, নারদ ও গণেশকে সম্বোধন করিয, বলিলেন, “বৎস ! দেখিলে ত ! তীর্থ-স্তান সমূহের দুরবস্ত দেখিলে ত ! অবৈধ উপায়ে অর্থোপার্জন, ব্যভিচার, প্রতারণা, কপটতা ও কুটিলতা সৰ্ব্বত্রই প্রবল ! ধৰ্ম্ম-ভাব একরূপ বিলুপ্ত ! অর্থই একমাত্র উপাস্য দেবতা ! ধৰ্ম্মের আবরণে অর্থেপাৰ্জ্জনই মুখ্য বিষয় ! সরল ও তন্ময়-ভক্ত, অতি বিরল ! বৎস! সে দুঃখ কাহিনী বর্ণনা করিয়া আর ফল নাই। এস, এক্ষণে, ধৰ্ম্ম-তত্ত্ব প্রচার করিয়া, আমাদের অভিনব-ভারত-দর্শনের লীলা শেষ করি !” নারদ ও গণেশ, উভয়েই বলিলেন, “প্রভূর যেরূপ ইচ্ছা, তাহাই হউক । তীর্থ-স্থান সমূহের যে এরূপ দুৰ্গতি ঘটয়াছে, তাহাও ইচ্ছাময়েরই ইচছা বটে ।”

ፃ »