দেবগণের অভিনব ভাবুত-দর্শন । দেবর্ষি নারদের গীত । ( গাইতে গাইতে গ্রামের অভ্যন্তরে প্রবেশ । ) ~ “জয় কুমঃ কেশব, রামরাধব, কংসদানব-ঘাতন, জয় পদ্মলোচন, নন্দ-নন্দন, কুঞ্জ-কানন-রঞ্জন । জয কেশি-মৰ্দ্দন, কৈটভার্দন, গোপিকাগণ-মোহন, জয় গোপ-বালক, বৎস-পালক, পূতনাবক-নাশন । জয় গোপ-বল্লভ, ভক্ত-সল্লভ, দেব-দুল্লাভ-লন্দন, জয় বেণু-বাদক, কুঞ্জ-নাটক, পদ্ম-নন্দক-খণ্ডন। জয় শান্ত-কালিয়, রাধিকা-প্রিয়, নিত্য-নিষ্ক্রয়-মোচন, জয় সত্য চিন্ময়, গোকুলালয়, দ্রৌপদী-ভয়-ভঞ্জন। জয দেবকী-সুত, মাধবাচাত, শঙ্করস্তুত-বামন, জয় সৰ্ব্বতোজয়, সজ্জনোদয়, ভারতাশ্রয়-জীবন " ー& হরে হরে গোবিন্দ হরে, কালিয়-মৰ্দ্দন, কংস-নিসূদন, দেবকী-নন্দন রাম-হরে । মৎস্য-কচ্ছপবর, শূকর-নরহরি, বামন-ভৃগুস্থত, রক্ষ-কুলারে, শ্ৰীবলদেব,বৌদ্ধ, কল্কি-নারায়ণ, দেব-জনাৰ্দ্দন, শ্ৰীক:সারে । কেশব-মাধব, যাদব-যদুপতি, দৈত্যদলন, দুঃখ-ভঞ্জন শৌরে, গোলোক-ইন্দু,গোকুল-চন্দ্র,গদাধর,গরুড়ধ্বজ,গজ-লোচন মুরারে। শ্ৰীপুরুষোত্তম, পরমেশ্বর-প্রভু, পরমব্রহ্ম, পরমেষ্ঠ অঘারে, দুঃখিতে দয়াং কুরু-দেব, দেবকীস্থত, দুৰ্ম্মতি পরমানন্দ পরিহারে। &
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।