দেবগণের অভিনব ভারত-দর্শন। স্বগের এ ফল খেলে, দেব-শিশু হবে, ধরা-ধাম স্বর্গ হবে, এমন না রবে ; এক সঙ্গে মোরা সবে, তা হ’লে খেলিব ; স্বৰ্গ হ’তে মৰ্ব্যে এক, সিড়ি দিয়ে দিব। মর্ত্য-বাসী যত লোকে সেই সিড়ি দিয়ে, লিয়ে যাব দিব্য-ধামে, আদর করিয়ে s অতএব ভ্রাতৃ-গণ, খাও এই ফল, এ শুভ-সঙ্কল্প মোর, হউক সফল ।” বালকগণ বলিল, “এট, বাস্তবিক, অপূর্ব-উপহার; ধরা-ধাম স্বৰ্গ হবে, এমন না রবে, আমরা তদনুরূপই কাৰ্য্য করিব।” নারায়ণ বলিলেন, “বৎসগণ, তোমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হউক ; অভিনব-ভারতের অভিনব-ভাব বিলুপ্ত দেখিয়া, আমরাও ধন্য হইব। ভারত-উদ্যানে, ফল-চ্ছায়া-সমন্বিত মহাপুরুষরূপ মহা-বৃক্ষ রোপণের জন্য, আমরা ব্যাকুল হইয়াছি ; ভগবান তোমাদিগকে, সেই মহা-তরু-রূপে পরিণত করুন।” অনন্তর বালকগণ, দেবগণের পদ-ধূলি লইল এবং তাহাদের আশীৰ্ব্বাদ-গ্রহণ পূর্বক স্বস্ব গুহে গমন করিল। ł শিশু-হৃদয়ে ঋষি-মাহাত্ম্যের বীজ অস্কুরিত দেখিয়া, দেবগণ আশ্বস্ত হইলেন এবং যে দেশের বালকগণ দেব ভাবাপন্ন, সে দেশের মঙ্গল অবশ্বাস্তাবি, ইহা চিন্তা করিতে করিতে, প্রফুল্ল-মনে বৈকুণ্ঠ-ধামে যাত্রা করিলেন । 3. সমাপ্ত | Հեն
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।