পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । আমার মন হুহু করিয়৷ জলিতেছে কেন । মানসিক যন্ত্রণ প্রকাশ করিতে পারি, এমন লোকও নাই ; যাহার নিকট বলিব, সেই উপহাস করিবে ।" এইরূপ চিন্তা করিতে করিতে, হলধর বাবুর তন্দ্র আসিল । তিনি দেখিলেন, এক বৃদ্ধ-স্ত্রালোক, তাহার শয্যার পার্শ্বে দণ্ডায়মান ; বৃদ্ধ জীর্ণ শীর্ণ হইলে ও জ্যোতিৰ্ম্ময়ী ; এরূপ মূৰ্ত্তি, কখনও তাহার নয়ন গোচর হয় নাই । বৃদ্ধ বলিলেন, “ভিক্ষা দে, “কাঙ্গালের ছেলে,” ভিক্ষ দে ।” হলধর বাবু উত্তর করিলেন, “আমি ত ধনীর ছেলে ; আমাকে “কাঙ্গলের ছেলে" বল কেন ?” বৃদ্ধ উত্তর করিলেন, “কলসী-ভর টাকা থাকিলে কি হয় ? যাহার দিবার শক্তি নাই, সেই ত কাঙ্গাল ।” পুনরায়, বুদ্ধ একটুকু ক্রুদ্ধ ভাবে বলিলেন,— ধান নাই, পান নাই, গোলা ভরা ইদুর, ভাতার নাই, পুত নাই, কপালভরা সিদূর, কাজ নাই, কৰ্ম্ম নাই, মুখভরা গোপ, হরিনামে খোজ নাই, ফটিকমাল পোপ । হলধর বাবু জিজ্ঞাসা করিলেন, এ কথার অর্থ কি ? বৃদ্ধ উত্তর করিলেন, “ধান নাই, পান নাই, গোলাভর ই দুর,—অনেক লোক আছে, তাহাদের ধান্যাদি কিছুই নাই, অথচ বাড়ীতে একটি বেশ গোলাপর আছে, তাহাতে ই দুর থাকে ; এরূপ লোকের গোলা-ঘর রাখার אל כי