দেবগণের অভিনব ভারত-দর্শন । কোনও সার্থকতা নাই । ভাতার নাই, পুত নাই, কপালভর • সি দূর,—স্বামী-পুত্র-বিহীন-স্ত্রীলোকের কপালে সি দুব রাখার কোনও সার্থকত নাই। কাজ নাই, কৰ্ম্ম নাই, মুখ ভর গোপ,--যাহার কোন কাজ কৰ্ম্ম নাই, তাঙ্গর মুখভর গোপ রাখা নিম্প্রয়োজন,--নিষ্কৰ্ম্ম লোকেৰ সৌন্দর্ঘ্যের কোন ও তাদর নাই । হরিনামে গোজ নাই, ফটিকমালা ধোপ,—অনেক লোক আছে, মাদান্তেও একবার “হরিনাম" মুগে আনে না, কিন্তু মালাটি দেশ পরিপাটা। আমি দেখিতেছি, তোমার অবস্থাও ঠিক সেইরূপ ; কোন ও সন্তান-সন্ততি নাই, কোনরূপ সদ্ব্যয় ও নাই, আসার গুচস্তালা ; কেবল আড়ম্বৰ মাত্র ; অর্থের সার্থকতা কিছুই নাই, অথচ তুমি ঘোর বিষয়া।” হলধর বাবু ভাবিতে লাগিলেন, “হা, তাই ত বটে ; শরীরের রক্ত জল করিয়া কেবল ভস্মে সুত ঢলা ৷” বৃদ্ধ আবার বলিলেন,— সাৰ্দ্ধ তিন-কুড়ি তোমার বয়স, নাহি বেশী দিন, জাপনের তার, তবু সাজ সজ্জা, বচন সরস, গলদেশে দোলে, মুকুতাব হার । শুভ্ৰ কেশে সি তি, অবিদ্যার দাস, হরিনাম-হারা, ধৰ্ম্ম-জ্ঞান-হীন, নিত্য চা-নিউস্-পেপারে বিলাস, যাবে কি রে মূখ, এইভাবে দিন ? >>
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।