পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন ! গায় নাহি বল,” ইত্যাদি বাক্যগুলি, হলধর বাবুর সদয় শেবলং বিদ্ধ করিতে লাগিল । তিনি গান বন্ধ করিতে তাদেশ দিলেন । মোহিনীকে দর্শন মাত্র, হলধর বাবু যেন আত্মহারা হইলেন । তিনি দে ওয়ান ও তামাত্যগণকে জানাইলেন, “আজ রাত্রি তাট ঘটিকার সময়, নাট্য-মন্দিরে মোহিনীর গান হইবে।” অমাত্যগণের অন্তঃপুরে ও তাজ আনন্দের উৎস উঠিল ; তাহারা প্রস্তুত হইতে লাগিল । গণেশ ও গান শুনিতে তাভিলাষী হইলেন । রাত্রি ৮টা বাজিল ; মোহিনী আসরে অবতীর্ণ হইলেন । সমবেত নরনারীগণ র্তাহার দিকে চিত্রপুস্তলির ন্যায়, দৃষ্টি-যোজনা করিয়া রহিল । এরূপ তাপুপর্ণ সৌন্দর্মের সমাবেশ, কখন কাহার ও নয়ন-গোচর হইয়াছিল কিন, মনে পড়িল না ! তাতঃপর মোহিনীব মধুৰ সঙ্গীত জাবস্তু হইল । মোহিনীর গীত । ভজন্ত রে মন, নন্দ-নন্দন, তাভয় চরণারবিন্দ রে, ভূলহ মানুষ জনম, সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধু রে । শীত অতিপ, বাত বরিখ, এ দিন মামিনী জাগি রে, লিফলে সেবিহু কৃপণ দুরজন, চপল স্খলব লাগি রে । এ ধন যৌবন, পুল পরিজন, ইপে কি আছে পরীত রে, কমল দল জল, জীবন টলমল, ভজন্ত হরি-পদ নিত রে । শ্রবণ কীৰ্ত্তন, স্মরণ বন্দন, পাদ সেবন দাসী রে, পূজন সখীজন, আত্ম-নিবেদন, গোবিন্দদাস অভিলাষী রে । 있S)