পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । আহা ! কি শ্রবণ-মনোমোহন গান ! কি দিবা বদন-বিভা ! দর্শকগণ দেশ-কাল বিস্মৃত হইয়া, মুখ-বাদান পূর্বক, কাব্যকলার সুমধুর বিকাশ নিরীক্ষণ করিতে লাগিলেন। মোহিনী দেখিলেন, সব বিমুগ্ধ, নীরব ও নিস্তব্ধ ; সব তাহার করতলগত ; রূপের উন্মাদনায় ও সঙ্গীতের মোহময় মন্ত্রে সব আবদ্ধ ; এক্ষণে যাহা বলিবেন, সকলই চিত্তাকর্ষক হইবে ; একটি কথা ও নিস্ফল হইবে না । মোহিনী বিনীতভাবে বলিলেন, “হলধর বাবু, দয়া ক’রে এখানে আসিবে কি ?” হলধর বাবু, তৎক্ষণাৎ মন্ত্ৰ-মুগ্ধের ন্যায়, তাহার নিকট যাইয়া, দণ্ডায়মান রহিলেন । মোহিনী । গানটি কেমন বোধ হ’ল ? হলধর বাবু । কেমন, তাহ জানি না ; এমন কখনও শুনি নাই ; তামার জ্ঞান নাই ; মোহিনী আমায় রক্ষা কর । মোহিনী । আচ্ছ, তোমার বয়স কত ? হলধর | সত্তর বৎসর } মোহিনী । তোমার সম্পত্তির আয় কত ? হলধর । খরচ বাদে দুই লক্ষ টাকার উপর । মোহিনী । তোমার বাটাতে দেব-সেবা, অতিথি-সেবা ও ব্রাহ্মণ-সেবা কখনও হয় ? হলধর । ন । মোহিনী । তবে আর তোমার খরচ কি ? হলধর । অমাত্যগণের মাহিনী, পাইক-বরকস্তাজদের মাহিন, ミ8