পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ১০টি হস্তী, ১৫টি ঘোড়া, ৫খানা গাড়ী, নাচ-গান, থিয়েটার ও মোকদম প্রভৃতি নানা কারণে, অনেক অর্থের ব্যয় হয় । মোহিনী । তুমি ধৰ্ম্ম-পথে চলিয়া ধৰ্ম্মানুষ্ঠান কর না কেন ? হলধর । ধৰ্ম্মের লক্ষণ কি, এবং ধৰ্ম্ম-পথই বা কি, কিছুই জানি না । মোহিনী বলিলেন, তবে শুন— ধৃতিঃ ক্ষমা দমোহস্তেয়ং, শৌচমিন্দ্রিয়-নিগ্ৰহঃ । ধাৰ্ব্বিদ্যা সত্যম ক্রোধে দশকং ধৰ্ম্ম লক্ষণম্। মনুঃ ধৈর্য্য, ক্ষমা, মন-সংযম, অচৌর্মা, শৌচ, ইন্দ্রিয়-নিগ্রহ, শাস্ত্রজ্ঞান, আত্ম-জ্ঞান, সত্যনিষ্ঠ ও তাক্রোধ এই দশটি ধৰ্ম্মের লক্ষণ । ইজ্যাধ্যয়ন দাননি তপঃ সত্যং ধৃতিঃ ক্ষমা । আলোভ ইতি মাগোহয়ং ধৰ্ম্মস্যাষ্টবিধঃ স্মৃতঃ ॥ যজ্ঞ, ধৰ্ম্ম-শাস্ত্রাদি অধ্যয়ন, দান, তপস্যা, সত্য, ধৈর্য্য, ক্ষম ও তালোভ এই আটটি ধৰ্ম্মের পথ । দেখ, ধৰ্ম্ম ভিন্ন লোকের গতি নাই ; ধৰ্ম্মই, ইহকাল ও পরকালের সুহায় ; ধৰ্ম্মই তোমার সঙ্গে যাইবে ; এই অতুল ঐশ্বৰ্য্য, এই আজ্ঞা কারী ভৃত্যগণ, এই বিলাস-বিভ্রম, কিছুই সঙ্গে যাইবে না। অতএব ধৰ্ম্ম-পথ অনুসরণ কর ; ধৰ্ম্মসাধনে জীবন যাপন কর । এখনও সময় আছে ; এখনও শ্ৰীবৃন্দাবন-স্বামী তোমায় ক্ষমা করিতে পারেন । 、@。