দেবগণের অভিনব ভারত-দর্শন । চেতঃ প্রসাদয়তি দিক্ষু তনোতি কীৰ্ত্তিম্, সৎ সঙ্গতিঃ কথয় কিং ন করোতি পুংসাম্ ? সৎসঙ্গে বুদ্ধির জড়ত যায়, সৎসঙ্গের বলে সত্য বাক্য নির্গত হয়, মানের বৃদ্ধি হয়, পাপ মোচন হয়, চিত্ত নিৰ্ম্মল হয়, এবং দিগিদগন্তরে যশঃ বিস্তৃত হয় । অতএব বল, সাধু-সঙ্গে পুরুষের কি না করে ? হলধর । দেবি ! আপনি কে ? আমাকে এরূপ উপদেশ ত কখনও কেহ প্রদান করে নাই। চাটুকারগণ কেবল অযথা স্তুতিবাদ করিয়া, আমার মন ঘোর পাপের আবরণে আচ্ছাদিত রাখিয়াছে । আপনার উপদেশের অমৃতধারা, সেই আবরণের শক্তি ভেদ করিয়া, আমাব মনের মধ্যে প্রবেশ করিতেছে। আপনিই আমার রক্ষাকত্রী । আপনার এক একটি কথা যেন আমার অন্তঃকরণে শেলের স্যায় বিদ্ধ হইতেছে । হায় ! আমি কি করিয়াছি । সত্তর বৎসর বয়স হইল, এক দিনের জন্যও, কোন পুণ্য-কাৰ্য্য করি নাই ! আমার মন পাপের আধার । পঞ্চ মকারের সেলা, আমি বড়ই ভালবাসি ! এই মকারের সেবাই, আমার সর্বনাশ করিল। দেবি ! আমার মন স্থির করিয়া দিন । মোহিনী । আচ্ছ, তোমার মানসিক সুখ কেমন ? হলধর । কিছুমাত্র নাই । মোহিনী । কেন ? তুমি ত আমোদ-প্রমোদেই সময় কৰ্ত্তন কর, তবে আবার তোমার অসুখ কি ? ー ザ
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।