পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । নিজ ছায়ার স্যায়, কৰ্ম্ম-ফল সঙ্গে সঙ্গে গমন করে, কখনও পরিত্যাগ করে না । একঃ প্রজীয়তে জন্তরেক এব প্রলীয়তে, একোহলু ভুঙক্তে স্বকৃতমেক এবহি দুষ্কৃতম্। জীব একাকী জন্মে, একাকীই লয়প্রাপ্ত হয় ; সৎকাৰ্য্য করিলে একাকাই তাহার ফল ভোগ করে ; আর পাপাচরণ করিলেও, একাকীই শাস্তি ভোগ করিয়া থাকে। হলধর বাবু, যাবৎ তত্ত্ব-জ্ঞানের উদয় না হয়, তাবৎ অনন্ত । কৰ্ম্ম, শৌচ, তপ, যজ্ঞ ও তীর্থ যাত্রাদি গমন, ইত্যাদি কার্যের অনুষ্ঠান করিবে। এখনও সময় আছে ; এখনও শ্ৰীবৃন্দাবন-চন্দ্র তোমায় ক্ষমা করিতে পারেন । নামে রুচি, জীবে দয়া, সজন সেবন,— সৰ্ব্ব ধৰ্ম্ম সার, তুমি জেন সনাতন । স্থূলতঃ তুমি এই বাকাটির মৰ্ম্ম বুঝিয়া কার্যা করিলেও, ভগবানের কুপা লাভে সমর্থ হইতে পার ।

  • হলধর । আপনার আশ্বাস-বাণীতে আমার হতাশ-প্ৰাণে আশার সঞ্চার হইতেছে । হায় ! পতিত-পাবন নারায়ণ কি এ নরাধমের প্রতি কৃপা-দৃষ্টি করিবেন ?

মোহিনী । যদি নারায়ণে আত্ম-সমৰ্পণ কর, তবে অবশ্যই তিনি তোমায় দয়া করিবেন । তোমাকে আরও কয়েকটি কথা জিজ্ঞাসা করিতেছি, “আচ্ছ, বলত, লোক “বোবা" হয় কেন ?” ○>