দেবগণের অভিনব ভারত-দর্শন । হলধর । জানি না । মোহিনী । যে অন্যকে দুর্বাক্য বলে, দু-কথা অন্যের নিকট বলিয়, যে পরোপকার করিতে কুষ্ঠিত, ভ্ৰমেও যে ঈশ্বরের নাম মুখে আনে না, এবং পর-নিন্দ যাহার প্রিয়কাৰ্য্য, ভগবান মনে করেন, এরূপ লোক বাকশক্তি হইতে বঞ্চিত হওয়ার যোগ্য । মোহিনী। লোক বধির হয় কেন, জান ? • হলধর । না । মোহিনী । যে দুঃখীর ক্ৰন্দন, মাতা পিতা শিক্ষক প্রভৃতি গুরুজনের সদুপদেশ কিম্বা ধৰ্ম্ম-শাস্ত্রের কথা শ্রবণ করে না, এবং যে হরি-গুণ-গান শ্রবণে কুষ্ঠিত হয়, ভগবান মনে করেন, এরূপ লোক শ্রবণ-শক্তি হইতে বঞ্চিত হওয়ার যোগ্য । মোহিনী । লোক অন্ধ হয় কেন, জান ? হলধর । না । মোহিনী । যে ব্যক্তি কখনও দেল দর্শন করে না, এবং দুঃখীর দুঃখ দেখিয়া শক্তি-সত্ত্বেও তাহা দূর করিতে চেষ্টা ন · করে, অথবা এই বিশ্ব-রাজ্যের বিশালত্ব ও চমৎকারিত্ব দর্শন করিয়া, বিভুর মহিমায় যে বিমুগ্ধ না হয়, ভগবান মনে করেন, এরূপ লোক দৃষ্ট্রি-শক্তি হইতে বঞ্চিত হওয়ার যোগ্য। মোহিনী । লোক পঙ্গু হয় কেন, জান ? হলধর । না । মোহিনী। যে ব্যক্তি কোনও পুণ্য-স্থানে গমন করে না, <R
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।