পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । এবং পরোপকারার্থ স্থানান্তরে গমন করিতে কুষ্ঠিত হয়, অথবা এ বিশ্ব-রাজ্যে অশান্তির বীজ-বপনের জন্যই, কেবল স্বীয় পদ-যুগল ব্যবহার করে, ভগবান মনে করেন, এরূপ লোক চলৎ-শক্তি হইতে বঞ্চিত হওয়ার যোগ্য । মোহিনী। লোক পাগল হয় কেন, জান ? হলধর । না । মোহিনী । যে ব্যক্তি কখনও সুচিন্ত করে না ; যাহার । অন্তরে কিছুমাত্র ধৰ্ম্ম-ভাব নাই, এবং যে পরের অমঙ্গলের জন্য সতত ব্যাকুল, অথবা পরস্ত্রী বিষয়ক চিন্ত যাহার মন অধিকার করিয়া থাকে, ভগবান মনে করেন, এ ব্যক্তি চিন্তাশক্তি হইতে বঞ্চিত অর্থাৎ “পগল” হওয়ার যোগ্য । মোহিনী । লোক রুগ্ন হয় কেন, জান ? হলধর । ন} { মোহিনী । যে ব্যক্তি অন্যকে সতত যন্ত্রণ দেয়, এবং আশ্রিত, আগন্তুক কি পরিবারবর্গস্থ লোকদিগকে যথা-শক্তি ভরণ-পোষণ করিতে কৃপণতা প্রকাশ করে, ভগবান মনে করেন, এরূপ লোক সুখী ও ভোগী হওয়ার অযোগ্য ; সে রোগের যন্ত্রণায় ছট্‌ফট্‌ করে এবং অনশনে অথবা অৰ্দ্ধাশনে দিন যাপন করে । মোহিনী। লোক হস্ত-শূন্ত হয় কেন, জান ? হলধর । না । মোহিনী । যে ব্যক্তি হস্তদ্বারা অন্তকে কিছু দান করে না, VIථ