পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । কিম্বা উৎকোচ গ্রহণ করিতে সদাই উৎসুক, ভগবান মনে করেন, এরূপ লোক, হস্তলাভ হইতে বঞ্চিত হওয়ার যোগ্য । মোহিনী । লোক ক্লাব হয় কেন, জান ? হলধর । না । মোহিনী । যে ব্যক্তি অবৈধ ইন্দ্রিয়-সেবায় নিমগ্ন হইয়া, সন্তানোৎপাদিকা শক্তির অপব্যবহার করে, ভগবান মনে করেন, এরূপ লোক ক্লীব হওয়ার যোগ্য। মোহিনী । লোক দরিদ্র হয় কেন, জান ? হলধর । না । মোহিনী । যে যেমন কাজ করে, সে তেমন ফল পায় । প্রভূত সম্পত্তির অধিকারী হইয়াও, যে ব্যক্তি সদ্ব্যয়ে কাতর ও পরাশ্র-মোচনে কুষ্ঠিত, যাহার দৃষ্টি অতি ক্ষুদ্র, হৃদয় অতি অপ্রশস্ত, এবং যে অভিমান ও অহঙ্কারের প্রতিমূৰ্ত্তি, ভগবান মনে করেন, এরূপ লোক ধনাধিপতি হওয়ার অযোগ্য ; সে জন্মান্তরে নিশ্চয়ই দরিদ্র হইবে । মোহিনী । আজ মধ্যাহ্নে তিনটি ব্রাহ্মণ-অতিথিকে অপমানিত করিলে কেন ? হলধর। দেবি ! আমি পশু, তাহাদের মৰ্য্যাদা কি বুঝি ! মোহিনী । অতিথি-সেবার মাহাত্ম্য জান ? হলধর । না । ●8