পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। মোহিনী । পণ্ডিতগণ বলেন :– উত্তমস্যাপি বর্ণন্ত নীচোহপি গৃহমাগতঃ। পূজনীয়ে যথা যোগ্যং সৰ্ব্বদেবময়েই তিথিঃ ॥ অধম জাতির লোকও উত্তম জাতির আলয়ে উপস্থিত হইলে, যথাযোগ্য পূজনীয় ; কারণ, অতিথি সর্বদেব-স্বরূপ । অতিথিঃ পূজিতে যেন বিশ্বঞ্চ তেন পূজিতম্। অতিথির্যন্ত তুষ্টে হি তস্য তুষ্টে হরিঃ স্বয়ম্ ॥ অতিথিকে পূজা করিলেই, সমুদয় বিশ্বকে পূজা করা হয়, এবং অতিথি তুষ্ট হইলেই ভগবান সন্তুষ্ট হন। অধিষ্ঠাতাতিথিগেহে সন্ততং সৰ্ব্ব দেবতা । তীর্থান্ত্যেতানি সর্বাণি পুণ্যানিচ ব্রতানিচ ॥ অতিথি গৃহে উপস্থিত হইলে, সকল দেবতাই উপস্থিত হন, এবং সমুদায় তীর্থ ও ব্ৰতাদির পুণ্য-লাভ হয় । তপাংসি যজ্ঞঃসত্যঞ্চ শীলং ধৰ্ম্মঃ সুকৰ্ম্মচ। অপূজিতে রতিথিভিঃ সাৰ্দ্ধং সর্বে প্রযান্তি তে ॥ অতিথি বিমুখ হইলে, তপ,যজ্ঞ, সত্য,শীলতা, ধৰ্ম্ম ও সৎকৰ্ম্ম, এই সকলই তাহার সঙ্গে প্রস্থান করিয়া থাকে। অতিথির্যস্ত ভগ্নাশো গৃহৎ প্রতি নিবৰ্ত্ততে। পিতরস্তস্য দেবশ পুণ্যধৰ্ম্মহুতাশনাঃ ॥ যশঃ প্রতিষ্ঠা লক্ষীশ্চাপীষ্টদেবো গুরুস্তথা । নিরাশাঃ প্রতি গচ্ছন্তি ত্যক্ত তং পাপমানবম। wo&