পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । আমি দেখিতেছি, তোমার জীবন পাপ-সলিলের একটি ভয়াবহ প্রস্রবণ-স্বরূপ। যে যে অপরাধ করিলে, লোক, মূক, অন্ধ, বধির, পঙ্গু, ক্লাব, রুগ্ন ও দরিদ্র হয়, তোমাকর্তৃক তৎসমস্তই অনুষ্ঠিত হইয়াছে। তুমি সমস্ত জীবনে এমন কোন সৎকাৰ্য্য কর নাই, যাহার পুণ্য-প্রভাবে, সেই সকল অপরাধ হইতে মুক্ত হইতে পার । তুমি অতুল ঐশ্বৰ্য্যের অধিকারী হইয়াও, অন্নদানে কাতরতা প্রকাশ করিয়াছ । জীবনে যে কয়েকটি দান করিয়াছ, তাহা ও সদুদ্দেশ্যে নহে,—যেমন, বিরজ বইয়ের বিড়ালের বিবাহে বায়ান্ন হাজার টাকা ব্যয় করিয়াছ ; রামনগরের গিয়েটার কোম্পানিতে দশহাজার টাকা দান করিয়াছ ; ইত্যাদি । এখনও সময় আছে, সাবধান হও ; সেই চিন্তামণির পদ-প্রান্তে আত্ম-সমৰ্পণ কর ; এখনও তিনি তোমাকে ক্ষমা করিতে পারেন । শ্ৰীকৃষ্ণ অর্জনের নিকট বলিয়াছেন – ময্যের মন আধৎস্ব ময়ি বুদ্ধিং নিবেশয় । নিবস্যিসি মঘ্যেব অত উৰ্দ্ধং ন সংশয়ঃ ॥ তুমি মন ও বুদ্ধি আমাতে অর্পণ কর, তাহ হইলে দেহান্তে আমাতে বাস করিতে পরিবে ; ইহাতে কিছুমাত্র সন্দেহ নাই। মহাপাতকযুক্তো বা যুক্তে বা সৰ্ব্বপাতকৈঃ। সৰ্ব্বৈ বিমুচ্যতে সদ্যে যস্য বিষ্ণুপরং মনঃ ॥ কোন ব্যক্তি মহাপাপ অথবা যত প্রকার পাপ আছে, সেই ৩৭