পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন | অতঃপর গণপতি কিছু স্থির হইয়া, হলধর বাবুর অনুমতিক্রমে একটি গান আরম্ভ করিলেন :– “নিদানের বন্ধু তুমি শুনিয়াছি হরি। মুই পাপী দুরাচার, সাধন-ভজন-হীন, পরিণাম ভাবি এবে মরি ॥ ঘোর বৃদ্ধকাল আইল, অন্ত দন্ত সব গেল, দুৰ্ব্বাসনা গেল না কেবল । ধবল হইল কেশ, তবু অঙ্গের করি বেশ, মুই প্ৰভু অবুঝ পাগল । জানি এ মাটির দেহ, মাটিতেই ঘুরি ফিরি অস্তিমে ও হৈয়া যাবে মাটি । কিন্তু কি বিষম ভুল, চন্দন সুগন্ধ তৈলে, সদা তায় করি পরিপাটী | জনম অধিল* যেই, সে যদি গৰ্বেতে পড়ে, ধীরে তুলে যে থাকয়ে কাছে ।

নয়ন থাকিতে যেই, ভব-কুপে ডুবে মরে, তার আর কি সহায় আছে ? কিন্তু হরি ভব-রোগে, তব নাম মহৌষধি, শাস্ত্র আর সাধু-মুখে শুনি । * দিয়াছি তোমাতে ভার, এ দাসেরে কর পার, দিয়া হরি চরণ-তরণী ॥”

  • অন্ধ।

8 o