পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । হলধর বাবু। বড়ই মধুর বোধ হইতেছে! আর একটি গান শুনিতে ইচ্ছা হয় । গণেশ পুনরায় গাইতে আরস্ত করিলেন – “নাহি বেলা আর, ওরে মন আমার, কররে একবার শ্ৰীহরি-স্মরণ । রাম কৃষ্ণহরি, মাধব-মুরারি, বল বল, কর সফল জীবন ॥ মুদিয়া নয়ন, ভাব হৃদাকাশে, পীত-বাসে, নব নীরদ-প্রকাশে । মাতি নাম-রসে, নাচরে উল্লাসে, কর মনে প্রাণে, হরি নাম সাধন ॥ সম্মুখে তোমার, ভব-পারাবার, কিসে হবে পার, চিন্তা কর তার । শ্ৰীগুরু-কাণ্ডারী, ভক্তি-রজন্তু ধরি, (একবার) হরি নামের তরি কর আরোহণ ॥ ভবারাধ্য ধন, বিরিঞ্চি-বাঞ্ছিত, পথেরি সম্বল কর রে সঞ্চিত । কর হরিধ্বনি, হবে দেহ পূত, যাবে পাপ তাপ, জুড়াবে জীবন ॥” হলধর । আহা ! কি মধুর । আর একটি গান করুন। 8 S