দ্বিতীচ্ছন্ন অপ্র্যাক্স । পল্লী-চিত্র । হরপল্লী একখানি ভদ্র পল্লী । গ্রামের মধ্য দিয়া একটি ক্ষুদ্র নদী প্রবাহিতা ; নদীর উভয় , পাশ্বে ব্রাহ্মণ, বৈষ্ঠ, কায়স্থ প্রভৃতি নানাজাতীয় লোকের বাস ; অনেকেই শিক্ষিত ও সঙ্গতিপন্ন। গ্রামের প্রাকৃতিক শোভাও অতি মনোরম। আম, জাম, কঁাটাল, সুপারি ও নারিকেল প্রভৃতি বৃক্ষাবলী সজীব ও সুদৃশ্যভাবে সন্নিবিষ্ট থাকায়, গ্রামখানির রমণীয়তা বহুল পরিমাণে বৃদ্ধি পাইয়াছে। লৌকিক তত্ত্বানুসন্ধিৎসু দেবগণ, সমস্তদিন পৰ্য্যটনের পর, সায়ংকালে এই গ্রামে উপস্থিত হইয়া, এক দেবালয়ে আশ্রয় গ্রহণ করিলেন এবং তত্ত্বানুসন্ধানের উপযোগী সময়-নিদ্ধারণের জন্য ব্যগ্র হইলেন । নিশীথকালে প্রকৃতি-দেবী অাপন সন্তানগণের প্রকৃত স্বভাব দেখিতে পান। এই কালে চোর চুরি করিতে বহির্গত হয় ; হিংস্ৰ জন্তু গণ স্ব স্ব শিকারের অনুসন্ধান করে : স্বৈরিণী অাপন প্রণয়ি-গৃহে আশ্রয় লয় ; বারবনিতার পদদ্বয়ের অলক্তক-লেহী পুরুষাধম, নিশাচর-বৃত্তি অবলম্বন করে; ধৰ্ম্ম-মতি দম্পতী পরস্পর হৃদয়ের দ্বার উদঘাটন করেন ; মুখর ললনাকুল, বিষাক্ত বাক্য-বাণে, স্ব স্ব স্বামীর সরল হৃদয় শতধা বিদীর্ণ করে ; 84
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।