আত্ম-নিবেদন । কিয়ৎকাল পূর্বে, দেশের সামাজিক ও আধ্যাত্মিক অধঃপতন-দর্শনে, নিতান্ত ব্যথিত হইয়া, সমাজের মঙ্গল-কামনায়, “দেবগণের অভিনব-ভারত-দর্শন,” প্রণয়ন করিয়াছিলাম। অদ্য ঈশ্বরামুগ্রহে, তাহ প্রকাশিত হইল । যেরূপ গুণহীন ভিক্ষুক, সহজে ভিক্ষা-লাভের জন্য, কেহ বা “শীতলা-মূৰ্ত্তি,” কেহ বা “গোপাল-মূৰ্ত্তি” সহ, গৃহিগণ-সমীপে উপস্থিত হয়, সেইরূপ আমিও, ভারত-মাতার জনৈক গুণহীন, অকৃতী সন্তান ; মাতৃ-কাহিনী সহজে শুনাইবার জন্য, দেবগণের আশ্রয়-গ্রহণপূর্বক, ভ্রাতৃগণ-সমীপে উপস্থিত হইলাম। এই ক্ষুদ্র গ্রন্থ-পাঠে, যদি একটিমাত্র উচ্ছৃঙ্খল জীবনও, সুপথে আনীত হয়, তবেই, শ্রম সফল হইল, মনে করিব । যে সমস্ত মনীষী ব্যক্তির সঙ্গীত ও সংবাদ-পত্র-প্রকাশিত কতিপয় বিষয়, এই গ্রস্থে স্বেচ্ছাক্রমে গ্রহণ করিয়াছি, তাহাদের নিকট চিরঋণী রহিলাম। শ্ৰীযুক্ত অমরেশ্বর ঠাকুর এম, এ, ও স্থপণ্ডিত শ্ৰীযুক্ত কালীকিশোর কাব্য-রত্ন, বিদ্যাবিনোদ, কবিরাজ মহাশয়, প্রফ সংশোধনাদি দ্বারা, আমার যে উপকার করিয়াছেন, তজ্জন্য আমি তাহদের নিকট চির-কৃতজ্ঞ । এই গ্রস্থে যে ক্রটি দৃষ্ট হইবে, সদাশয় পাঠক পাঠিকাগণ, অনুগ্রহ পূর্বক আমাকে জানাইলে, বাধিত হইব এবং আগামী সংস্করণে তাহার সংশোধনের চেষ্টা করিব । আউটসাহী, বিনয়াবনত $ ঢাকা । | শ্রীকেদারেশ্বর শর্মুণঃ। ২রা মাঘ, ১৩২• ।
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।