পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন. ২। জাপানী মাতা পিতা-পুত্র অপেক্ষ কন্যার শিক্ষাবিধানে ও চরিত্র-গঠনে বিশেষরূপ মনোযোগী হইবেন ; কেন না, কন্যাকে শ্বশুর-শাশুড়ীর, স্বামীর এবং তাহাদেরই অন্যান্য পরিজনবর্গের অধীন ও মনোমত হইয়া সংসার নির্ববাহ করিতে হয়। ৩। সুন্দরী অপেক্ষা সুচরিত্র হওয়াই, জাপানী রমণীর উৎকৃষ্ট গুণ। পতিরত, মুশীল, সুধীর, বশীভূত স্ত্রীই, জাপানী সংসারের আনন্দ-রূপিণী ৷ উচ্চহাসিনী, উচ্চভাষিণী, কলহ-প্রিয়া, প্ৰগলভ, কৰ্কশা, ব্যাপিকা, গৃহ-কুৎসা-ব্যক্তকারিণী, অধীর ও উগ্রা কামিনী, জাপানী সমাজ-বিধি অনুসারে পরিত্যজ্য । ৪। জাপানী স্ত্রী কখন কোনও কুকথা শুনিবে না ; কুদৃশ্য দেখিবে না ; আত্মীয় কুটুম্ব পুরুষকে ও হাতে তুলিয়া কোন দ্রব্য দিবে না ; একাসনে বসিবে না ;–একত্র পথ চলিবে না ; একত্র বস্ত্র রাখিবে না ; শৈশব অবস্থা হইতেই পুরুষের সংসর্গ হইতে স্বতন্ত্র থাকিতে শিক্ষা করিবে । জাপানী মাত পিতা, কন্যার বাল্যকাল হইতেই, তাহাকে এই সকল নীতি শিক্ষায় wশিক্ষিত করিবেন । ৫ । কোন জাপানী বালিকাই স্বেচ্ছায় স্বয়ম্বর হইতে পরিবেন না ; মাতা-পিতা, ঘটক-সাহায্যে কন্যাকে পরিণীত করিবে। মৃত্যুও শ্রেয় , তথাপি জাপানী কুমারী নষ্টচরিত্র হইতে পারিবে না ; চরিত্র-রক্ষার জন্য ধাতু ও প্রস্তরের স্যায় কঠিন হইয়া থাকিবে । 《也