পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনৰ ভারত-দর্শন । ৬। স্বামীর সংসারই, জাপানী বিবাহিত রমণীর অপেন ংসার ; স্বামীর গৃহই স্ত্রীর গুহ ; স্বামী নিঃস্ব হইলেও, জাপানী স্ত্রী কদাচ পতি-গুহ পরিত্যাগ করিবে না । ৭ । জাপানী রমণী অনুঢ়া অবস্থায় মাতা পিতাকে ভক্তি ও সম্মান করিবে ; তাহাদেরই সেবাপরায়ণা হইবে ; কিন্তু, বিবাহ হইলেই, জাপানী স্ত্রী, মাতাপিত অপেক্ষাও শ্বশুর শাশুড়ীকে অধিকতর সম্মান প্রদর্শন করিতে অভ্যাস করিবে। তাহার কটু কহিলেও, জাপানী বধূ রুষ্ট হইবে না,—প্রফুল্লমনে র্তাহীদের সেবা করিবে ; এরূপ করিলে, শ্বশুর শাশুড়ী, বধূকে স্নেহ না করিয়া থাকিতে পারেন না । ৮ । বিবাহিতা জাপানী রমণীর স্বামী ব্যতীত অন্ত কোন প্রভু বা দেবতা নাই। রমণী সতত প্রফুল্ল বদনে এবং বিনীত বচনে স্বামীর সহিত কথোপকথন করিবে ; স্বামী রূঢ় বাক্য কহিলেও, স্ত্রী তাহার প্রতিবাদ করিবে না ; হৃষ্টমনে স্বামীর আজ্ঞাপালনে নিযুক্ত থাকিবে ; কারণ, স্বামীই স্ত্রীর স্বৰ্গ ; স্বামীর অসন্তোষই, স্ত্রীর স্বৰ্গলাভের অন্তরায় । ৯ । স্বামীর আত্মীয় স্বজনই, স্ত্রীর আত্মীয় স্বজন ; স্ত্রী, তাহাদের সহিত কখনও কলহ করিবে না ; কারণ, ইহাতে স্বামীর ংসার অশান্তিময় হইয়া উঠিবে। ১০ স্বামী অসচ্চরিত্র হইলেও, স্ত্রী অসূয়া-পরবশ হইবেন। স্বামীর চরিত্র-শোধনের জন্য ভৎসনা করিবে বটে; কিন্তু, তাহাও প্রফুল্ল-মুখে, বিনীত ভাষায় । স্বামী, স্ত্রীর কথা ।