পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। করিতেছেন। তিনি বলিলেন, “কি, তুমি এখনও ঘুমাওনি ? এত রাত্রি হয়েছে, তবু বসে আছ ?” চিন্তামণি উত্তর করিলেন, “মন কেমন করিতেছে, তাই বসে আছি ; তুমি ঘুমাও, আমি বাতাস করি ।” < ভট্টাচাৰ্য্য। ইঁ, তুমি সমস্ত রাত্রি বসে থাকবে, আর আমি ঘুমাব, বিচার মন্দ নয় ? কি ভাৰ্ছ বল দেখি ! চিন্তামণি । ঘোষ বাবুরা নাকি জবাব দিয়েছেন ? ভট্টাচাৰ্য্য। ইঁ, তুমি মনে ব্যথা পাবে, তাই তোমায় বলি নাই । চিন্তামণি । আচ্ছা, তাতে কি ! আমরা বরং এক বেলা খাব ; তাও ভাল ; তোমার এত খাটুনি ভাল নয় ; আমাদের যে জোত জমা আছে, তাহতেই চলিবে ; তারপর, আমার গহনা আছে, কিছু টাকাও আছে, চিন্তা কি ? মধুসূদন অবশ্যই আমাদিগকে দয়া করিবেন । তুমি এমন হয়েছ কেন ? একবার হেসে কথা বল না ! ভট্টাচাৰ্য্য । চিন্তামণি, তোমার মত স্ত্রী-রত্ন লাভ ক’রেছি বলিয়াই, এ পর্য্যন্ত বেঁচে আছি ; তুমি আমার মনের সব কষ্ট দূর করেছ, শ্মশান-ক্ষেত্র এক্ষণে নন্দন-কাননে পরিণত হইয়াছে ! এক একবার সহিতে পারি না, তাই অস্থির হয়ে পড়ি। চিন্তামণি । তুমি তস্থির হইলে, আমি যে সংসার অন্ধকার দেখি ! বিপদ-ভঞ্জন মধুসূদনকে স্মরণ কর ; তোমার স্যায় সাধুপুরুষ কখনও কষ্ট পাবে না। やり○