পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । সৌরভে গৌরবে বিশ্বে, নাহি সমতুল, যদিও বাস, নীরবে করে, শুভ্র সরলতা-মাখা, অন্তর বাহির, ঈশ নামে, সদা আশ্র ঝরে । দুই বৃন্তে ফুটি ফুল, এক বৃন্তে শোভে, দীনে করে, অমিয় সেচন, সুখে সুখী দুখে দুখী, থাকি চিরদিন, হেরে দোহে, দোহার জীবন । ঃখ-রবি-তাপে যবে, একে স্নান হয়, অপরের ৰিরস বদন, অন্তরের অভ্যস্তরে, অমিয় ঢালিয়া, তোষে তার, সন্তাপিত মন । পতি-সোহাগিনী যত, দেববালাগণ, আসি হেথা, আহলাদ জানায়, শিরের কম্পনচ্ছলে, দেয় প্রতিদানে, ধন্যবাদ, নীরব ভাষায় । দেখরে দে’খরে মালি, রেখো সাবধানে, মমপ্রিয়, এই ফুল্ল কুল, লক্ষনী নারায়ণ করে, কণ্ঠের ভূষণ, জেনে ইহা, জগতে অতুল ?” やむ