পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । করিতে লাগিলেন, হায় রে ; এমন নরনারীর অধম পুত্র ও পুত্র-বধূ, এই কলিকালেরই উপযুক্ত বটে ; এরূপ পুত্র কুলের কণ্টক, আর পুত্র-বধূ সাক্ষাৎ রাক্ষসী ভিন্ন আর কিছুই নয়! এরূপ স্ত্রী, সহধৰ্ম্মিণী নয়, স্বামীর ধ্বংসকারিণী ! এ দৃশ্য ত আর দর্শন করিতে পারি না ! আমার প্রাণ যে ব্যাকুল হইয়া উঠিল! কত যুগ-যুগান্তরের কথা মনে পড়িল ! কত ভয়-ভক্তির জীবন্ত-মূৰ্ত্তি আমার দৃষ্টি-পথে উদিত হইল ! হায় মা ! ভারতভূমি ! তোমার ধৰ্ম্মমতি পুত্র-কন্যাগণ এক্ষণে কোথায় গেল ! আর কি তাহাদের আবির্ভাব হইবে না ! অতঃপর বৃদ্ধার গুণধর পুত্র ও পুত্ৰ বধু মুখে নিদ্রা যাইতে লাগিল, বৃদ্ধার আহার হইল কিনা, কেহই তাহার কোন সন্ধান লইল না । - এদিকে বৃদ্ধ কঁদিলেন কাটিলেন, মাথা কপাল কুটিলেন, নারায়ণকে ডাকিলেন, অবশেষে দীর্ঘনিঃশ্বাস ফেলিতে ফেলিতে, বেলা তৃতীয় প্রহরের সময়, জলের মেটে কলসীটি লইয়া, স্নান করিতে গেলেন। দত্তদের বাড়ীর ছোট বধূ ঘাটে আসিয়াছিল ; সে বলিল, “বামুন দিদি, বেলাটা একেবারে গিয়াছে, এখন স্নান ক’ত্তে এসেছ ?” বৃদ্ধ উত্তর করিলেন, “কি ক’রব বোন, কপাল মন্দ ! পেটের যদি একটি মেয়ে থাকত, তবে আর এত কষ্ট হ’ত না ; পরের ঝি এনেছি, উড়ে এসে, আমার সোণার সংসার পুড়ে খাচ্ছে ; এখন আর আমার খাওয়া পরা নেই, চারটি গেলা মাত্র !” বউটি বড় ভাল ছিল, বৃদ্ধার কথা শুনিয়া, Պ 9