দেবগণের অভিনব ভারত-দর্শন । নারায়ণ অতি উত্তম ; গান দুটি অতীব মধুর। গণেশ . প্রভু, আপনি একটি গান করুন। “আচ্ছ, আমি বৃদ্ধ ; গান গাইতে পারি না,—কিন্তু শুনিতে ‘ খুব ভালবাসি,” এই বলিয়া, নারায়ণ গাইতে লাগিলেন – নারায়ণের গীত। কানাড়া—একতাল। | কে ও ললনা, নলিনী-বদন, দানব-দলন, বলরে আমায়। মরি কি মাধুরী, যেন হেম-গিরি, রবি-শশী হাসি পতিত পায় ॥ গলিত চিকুরে শ্ৰীঅঙ্গ-প্রভা, নীল-নব-ঘনে চপলার আভা, কপোল-কমলে, অনিল-হিল্লোলে, অলঙ্কার ছলে, মধুপ ধায় ॥ রাজে মৃগ রাজে, সাজে অপরূপ, সময়-অলকে স্বধায় লোলুপ, হুহুঙ্কার-ধবনি, কঁাপিছে মেদিনী, চরণে অবনী শরণ লয় ॥ খাম্বাজ—চৌতাল । নীল-বরণী নবীন রমণী, নাগিনী-জড়িত জটা-বিভূষিণী । নীল-নলিনী জিনি-ত্রিনয়নী, নিরখিমু নিশানাথ নিভাননী ! নিরমল নিশাকর কপালিনী, নিরুপম ভালে পঞ্চরেখা শ্রেণী, নিকর চারি কর স্থশোভিনী, লোল-রসন করাল-বদনী । নিতম্বে দুলিছে শাৰ্দ্দল ছাল, নীল-পদ্ম করে, করে করবাল, নৃমুণ্ড খর্পর অপর ছকরে, লম্বোদরী, লম্বোদর-প্রসবিনী ॥ . নিপতিত পতি শব-রূপে পায়, নিগমে ইহার নিগুঢ় না পায়, , নিস্তার পাইতে শিবের উপায়, নিত্য-সিদ্ধ-তারা নগেন্দ্র-নন্দিনী । ty3
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।