পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । আহা ! কি মধুর : আহা ! কি মধুর ” এই বলিয়া, সকলেই নারদ মুনিকে ধন্যবাদ প্রদান করিলেন। অনস্তর নারায়ণের অভিপ্রায়ানুসারে গান বন্ধ হইল। শ্রোতৃমণ্ডলী স্বস্ব বাসস্থানে গমন করিল এবং দেবগণও কিয়ংকাল বিশ্রাম করিতে লাগিলেন । অনন্তর দেবগণ শয়ন করিলেন এবং অনতিকাল মধ্যেই নিন্দ্রা-দেবীর কোমল ক্রোড়ে আশ্রয় লইলেন । রাত্রি দ্বিতীয় প্রহর অতীত হুইল ; নারায়ণ হঠাৎ জাগ্রত হইলেন ; চারিদিকে সাড়া-শব্দ নাই, কেৰল ঝিম্ ঝিম্ শব্দ হুইতেছিল। লোক-চরিত্রপরিজ্ঞানের ইহাই প্রকৃত সময় মনে করিয়া, ভিনি নিঃশষা পদ-সঞ্চারে পুনরায় গৃহ হইতে বহির্গত হইলেন।