ፃፃv দেবগণের মর্ত্যে আগমন সুন্দর দেথায় । লোকের বাড়ী বাড়ী আলো জলে, দেখুলে, বোধ হয় পৰ্ব্বতগাত্রে যেন আলোর ফুল ফুটিয়াছে। এই সময় গাড়ী ষ্টেশনে আসিবা পন্থছিলে দেবতারা নগরের মধ্যে যাইয়া বাসা লইলেন এবং আহারাদি করিয়া বিশ্রাম করিতে লাগিলেন, দেবরাজ কহিলেন, “বরুণ, এ স্থানের নাম দাজ্জিলিং হইল কেন ?” বরুণ। পূৰ্ব্বে দুজয় নামে এক রাজা এই স্থানে বাস করিতেন। র্তাহার লিং অর্থাৎ দেশ। এই নাম হইতেই দাৰ্জিলিং নাম হইয়াছে । ইহার আদি নাম “দর জেলাম।” ব্ৰহ্মা। বরুণ, ইংরাজের পাহাড়ের উপর আসিয়া রাজ্য স্থাপন করিবার অভিপ্রায় কি ? তাহারা কি স্বর্গের পথ ঘাট চিনিবার জন্তই এখানে আসিয়া রাজধানী স্থাপন করিয়াছেন ? বরুণ ৷ পলাশীর যুদ্ধের পর ইংরাজের বাঙ্গালা, বেহার ও উড়িষ্যা প্রাপ্ত হন। তখন হিমালয় প্রদেশ তাহদের অধিকারভুক্ত হয় নাই। রংপুর ও পূর্ণিয়া বিভাগের উত্তর পর্যন্ত র্তাহাদের সীমা ছিল। ১৭৬৭ খৃঃ অব্দে গুর্খাজাতিরা নেপাল-রাজকে রাজ্যভ্রষ্ট করিলে তিনি ইংরাজের নিকট সাহায্য প্রার্থনা করেন । ইংরাজের সাহায্যাৰ্থ সৈন্ত পাঠাইলে তাহারা অকৃতকার্যা হয় । ১৭৮৭ খৃঃ নেপাল ও সিকিমে যুদ্ধ হয়। ইহাতে ইংরাজের সিকিমের পক্ষ হইয়া যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে সার ডেভিড অক্টরলোনী সেনাপতি ছিলেন। দুইবার যুদ্ধের পর ১৮১৬ অব্দে নেপালরাজের সহিত সন্ধি হয়। তাহাতে সিকিমপতি নিজ সিংহাসন প্রাপ্ত হন এবং ব্রিটিশ গবর্ণমেণ্টের সহিত মিত্রত করেন। এই ঘটনার কিছুকাল পরে লেপটা ও নেপালীদিগের সীমা লইয়া বিবাদ হইলে ব্রিটিশ গবর্ণমেণ্ট মধ্যস্থ হন এবং ইংরাজের পক্ষ হইতে সৈন্ত সামন্ত প্রেরিত হয় । তাহারা বিবাদ অপনয়ন করিয়া, দিয়া প্রত্যাগমন করেন এবং গবর্ণর জেনারল লর্ড বেণ্টিঙ্কের নিকট
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।