ষ্টেশন এখান হইতে যাইয়া সকলে বোটানিকেল গার্ডেন ও হট হাউস দেখিলেন। হট হাউসের ভিতরে অনেক লতা গুল্ম আছে। উপ। কৰ্ত্ত জেঠা দেখ ! দেখ ! চটে বাঙ্গালী মাগী কেমন ঘোড়া ছুটিয়ে আসছে। নারা। এ এক নুতন দৃপ্ত বটে। বরুণ এরা কি পাহাড়ে মেয়ে ? বরুণ। বাঙ্গালীর মেয়ে কিন্তু পাহাড়ে এসে পাহাড়ে হয়েছে । এই সময় মাগীরা ঘোড়া ছুটাইয়া যাওয়ায় উপ ঐ পড়লে পড়লো শব্দে চেচাইতে লাগিল । হন্দ্র । সাড়ী পড়া, ঘোড়ায় চড়া দেখতে বেশ । বরুণ । মাগীরে ঐ বেশে ঘোড়ায় চড়ে দেখিয়া—সাহেবের হাস্ত *foil &Co., “Damn the nation.” নারা । বরুণ ! মাগীরে মেমেদের মত একপেশে হয়ে ঘোড়ায় । বসে না কেন ? বরুণ। সে অভ্যাস হতে বিলম্ব আছে। দেবতারা ইহার পর মল রোডের বিপরীত দিকে চলিলেন এবং জঙ্গলের মধ্যে নানারূপ গাছ দেখিলেন । কোন গাছের সর্বাঙ্গে সেওল ধরা, কোন গাছের আপাদ মস্তক লতা পাতায় জড়ান। বেড়াইতে বেড়াইতে দেখিলেন, চারিজন লোক চক্ষু বুজে বসে আছে। নারা। এরা কে ? ঠিক মুনি ঋষির মত চক্ষু বুজে বসে আছে। বরুণ | ব্রান্ধ । ইন্দ্র । ব্রান্ধেরা দেখচি সৰ্ব্বত্রেই আছে। এখান হইতে এক স্থানে উপস্থিত হইয়া দেবতারা দেখেন, ভয়ানক জলোচ্ছ্বাস ভয়ঙ্কর শব্দ করিয়া সহস্রধারাষ্ট্র একখানি পাথরের উপর পড়িতেছে। নিকটে রেলিং দেওয়া একটী রাস্ত আছে । দেবগণ
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।