পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գե-e দেবগণের মর্ত্যে আগমন রেলিংয়ের মধ্যে দাড়াইয়। দেখিতে লাগিলেন। পিতামহ কহিলেন, আহ। কি মুন্দর দৃপ্ত ! বরুণ, এ ঝরণাটর নাম কি ? বরুণ। ইহার নাম ভিক্টোরিয়া ওয়াটার ফল্স। দাৰ্জিলিংয়ের মধ্যে ইহা একটা প্রধান ঝরণা এখানকার লোকে ইহাকে কাক-বোর বলে। উপ। বরুণ কাক, দেখ যেখানে জল পড়ছে সেখানকার পাথরখানা খয়ে খয়ে ঠিক একটা ব্যাংঙের মত হয়েছে । ইহার পর দেবগণ এংলো হিন্দি মধ্য শ্রেণীর বিদ্যালয়, ভুটিয়া বোড়িং স্কুল কমিশনর সাহেবের গ্রীষ্মবাটিক দেখিয়া একটি পাহাড়ে উঠতে লাগিলেন । পিতামহ কহিলেন, “বরুণ আমরা কি স্বর্গে উঠিতেছি। যাহা হউক ভাই, একটু বোস আমার বড় হুঁপি ধরেছে।” বরুণ। “আর বেশী দূর নাই, একটু উপরে উঠিয়া সকলে বিশ্রাম করিব” বলিয়া পিতামহের হাত ধরিয়া অব্যারভেটারি হিলের উপর সকলে উঠিলেন এবং বসিয়া বিশ্রাম করিতে লাগিলেন । এখান হইতে দেবগণ একটা কুটীরের নিকটে যাইয়া উপস্থিত হইলেন কুটারখানি পাতা দ্বারা ঘেরা। বরুণ । পিতামহ দুর্জয়লিং নামক শিব দেখুন। এই শিবের নাম হইতে দারূজিলিং নাম হইয়াছে। শিবের নিকট ভুটিয়ার ছাগ বলি দেয় । ইন্দ্র। এ গহবরট কি ? বরুণ । লোকে বলে—দুৰ্জ্জয় লিং যবন ভয়ে এই পথ দিয়া তিববতে পলাইয়াছিলেন। গুহাটী যে কত দূর বিস্তৃত অস্তাপি তাহার নিরাকরণ হয় নাই । কেহ কেহ বলেন, সিকিম পর্য্যন্ত বিস্তৃত আছে। এখান হইতে যাইয়া দেবগণ একস্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ ভূটিয়াদিগের বস্তি দেখুন। এইস্থানে ভুটিয়ার বাস করে। ওদিকে ভুটিয়াদিগের গুম্ফা দেখা যাইতেছে।” ব্ৰহ্মা । গুম্ফা কি ?