ষ্টেশন همه শীত যে, পাহার দিতে দুই একজন পাহারাওয়ালা মরিয়া গিয়াছে। এ স্থান পরিত্যাগ করায় গবর্ণমেণ্টের অনেক টাকা নষ্ট হইয়াছে। এখান হইতে দেবগণ আরও ৫০০ ফুট উচ্চে যাইয়া ধবলগিরি ও কাঞ্চনজঙ্ঘা দেখিতে লাগিলেন । এই সময় দেবগণ দেখেন, দুই জন বসিয়া গান করিতেছে। তন্মধ্যে একটা স্ত্রীলোক ও একটী পুরুষ। - উপ। বরুণ কাক এদের আমোদ দেখ ! নারা । সত্য বরুণ ইহাদের এত আমোদ কেন ? বরুণ। মাগী মিন্সেকে বিবাহ করিবার চেষ্টা করিতেছে। ইন্দ্র । এ কি রকম বিবাহ ? বরুণ । এ বড় মজার বিবাহ । তিববতের এই জাতিকে লিঙ্গুবলে । ইহাদের গান গেয়ে মেয়ে ভুলাতে হয়। যদি কোন পুরুষের কোন মেয়েকে বিবাহ করিতে ইচ্ছা হয় তাহ হইলে মেয়ের পিতা মাতার অমতে মেয়েটকে জুলাইয়া লইয়া গিয়া পরস্পর গান গাইতে থাকে। গানে পুরুষ হারিলে মেয়েটাকে বিবাহ করে না, আর পুরুষ জিতিলে মেয়েটিকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিবাহ করে ও বিবাহ হইলে মেয়ের পিতা মাতা জানিতে পারে যে, মেয়ে বেড়াতে গিয়ে বিবাহ করে এসেছে। ইহাদের মধ্যে কোর্টসিপও প্রচলিত আছে । ব্ৰহ্ম । বিবাহে খরচ পত্র কিরূপ ? বরুণ। বরকে একটা গরু কি শূকর মারিয়া তাহার মাথায় একটি টাকা রাখিয়া মেয়ের বাপকে দিতে হয়। আর বিবাহের সময় বন্ধু বান্ধবকে এক ঝুড়ি চাউল ও এক বোতল মাড়া উপহার দিতে হয়। বিবাহের সময় বরকে বরের বন্ধু বান্ধব প্রদক্ষিণ করিয়া বসিয়া থাকে, বর ঢোল বাজায়, কম্ভা মৃত্য করে। তৎপরে পুরোহিত বিবাহকাৰ্য্য সম্পাদন করে। বিবাহের সময় বর দক্ষিণ হাতে কস্তার দক্ষিণ হাত ধরিয়া থাকে,
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।