পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লী ৩৫ বরুণ। মহম্মদ শাঁর সময় নাদীর দিল্লী আক্রমণ করেন, আজব জা ও সায়েদ খা নামক দুই ব্যক্তি র্তাহাকে এখানে আনেন । নাদীর ঐ বিশ্বাসঘাতকদ্বরকে পরিশেষে শ্বাশ্রমুণ্ডন পূর্বক অপমান করিয়া নগর হইতে বহিস্কৃত করিয়া দিয়াছিলেন। তাহার রণায় ও লজ্জায় বিষ ভক্ষণ করিয়া প্রাণত্যাগ করে। নাদীর এখানে রাজ্য করিবার অভিপ্রায়ে আসেন নাই। তিনি প্রথমে নগরের লোকের প্রতি অত্যাচার করেন নাই। কিন্তু হঠাৎ তাহার মিথ্যা মৃত্যুসমাচার নগরমধ্যে প্রচার হওয়ায় দিল্লী গেট হইতে লাহোর গেট পর্য্যন্ত লোক ক্ষেপে দাড়ায় এবং নাদীরের ২৩ জন লোককে হত্যা করে। তজ্জন্ত তিনি ক্রোধান্ধ হইয়া অনু্যন বিশ হাজার লোকের প্রাণ নষ্ট করেন । হত্যাকাণ্ড প্রাতঃকাল হইতে আরম্ভ করিয়া দুই প্রহরের সময় সমাপ্ত হয় ; ধাড়ী বাচ্ছ কেহই নিস্কৃতি পায় নাই। হত্যার পর তিনি অগ্নি দ্বারা নগরের অনেক অংশ ধ্বংস করেন। পরিশেষে দুর্ভাগ্য সম্রাট কাটুতে কাদিতে যাহয় তাহার চরণধারণ পূৰ্ব্বক সাস্তুনা করিলে, তবে ক্ষান্ত হন এবং ময়ুরসিংহাসন সঙ্গ কহিমুর মণি লইয়া প্রস্থান করেন। ব্ৰহ্মা। কহিনুর মণি কি ? বরুণ । এই মণি সত্রাজিৎ রাজা সুৰ্য্যের আরাধনায় প্রাপ্ত হন । উহার জন্ত শ্ৰীকৃষ্ণের মণিচোর নাম হয় । ব্ৰহ্মা । সে মণি ইহার কোথায় পেলে এবং এক্ষণেই বা কোথায় আছে ? কারণ, উহা এক সংসারে অধিক দিন থাকিবে না। বরুণ । মিরজুম্না নামক সেনাপতি উহা গোলকুণ্ড প্রদেশ হইতে আনিয়া সাজেহান বাদসাকে নজর দেন। পরে এখান হইতে নাদীর শা লুইয়া যান। নাদিরের পর মহম্মদ শী ও তৎপুত্র শী মুজা ভোগ করেন। এই শী সুজার সময়ে রণজিৎ সিংহ উহ লইয়া আসেন। এক্ষণে ঐ মণি *

  • এক সময়ে গবর্ণর জেনারেল লর্ড মিণ্টে রণজিৎকেTঐ মণির भूजा জিজ্ঞাস । করায় তিনি কহেন “ইস্ক কিৰ্ম্মত পাচ জুতি” অর্থাৎ ইহা কখন কেহ মূল্য দিয়া খরিদ করে নাই ; জুতি অর্থাৎ বলপূর্বক গ্রহণ করিয়া থাকে।