পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৮৬ দেবগণের মর্ত্যে আগমন A খয়ের, খড়, পলাশ, বট ও রবার প্রভৃতি নানাবিধ বৃক্ষ উৎপন্ন হয়। এখানে লালকো, বনহরিদ্র, দারুহরিদ্র জন্মিয় থাকে। দারূজিলিংবাসীরা মালিং নামক বংশ হইতে দরমা প্রস্তুত করে ও মঞ্জিষ্ঠা নামক রং দ্বারা কাপড় ছোপাইয়া থাকে। চিরেত, এলাচি, তেজপত্র এখানে প্রচুর পরিমাণে জন্মায়। শালপানি, গফুরী, হরীতকী, বহেড়া, আমলকী, বৃহতী, চাকুল, গুলঞ্চ প্রভৃতি কবিরাজী গাছও এখানে পাওয়া যায়। গাজ এখানে প্রচুর পরিমাণে জন্মায়। • ?: এই সময় জ্যোতিৰ্ম্ময় রথ, দেবসারথি মাতলি কর্তৃক চালিত হইয়া দেবগণের নিকট উপস্থিত হইল দেবতারা তদর্শনে সবিস্ময়ে কহিলেন, “একি ! একি ! মাতলি কোথা হইতে ।” - মাতলি। প্রভো! আপনাদিগের অনুপস্থিতি নিবন্ধন স্বৰ্গরাজ্যে অরাজকতা উপস্থিত হইয়াছে, পরিবারদিগের মধ্যে কান্নাকাটি পড়িয়াছে। সকলেই অল্প জল পরিত্যাগ করিয়া শয়ন করিয়া আছেন। তজ্জন্ত যুবরাজ । জয়ন্ত আপনাদিগকে লইয়া যাইবার জন্ত কলিক। চায় আমাকে পাঠাইয়াছিলেন। আমি সেখানে দেখা না পাইয়া এখানে আসিয়াছি (১)। দেবগণ তৎশ্রবণে অমনি উদ্বিগ্নচিত্তে রথে উঠিলেন, রথ যথা সময়ে স্বর্গে যাইয়। উপস্থিত হইল অমনি গুড়ুম গুড়ুম শব্দে কামানের (বজের ) গ্নবা হইতে আরম্ভ হইল । - (১) কয়েক বৎসর পূৰ্ব্বে অনেকেই সন্ধ্যার পর একটা, আলোক নক্ষত্ৰবেগে বাইতে দেখিয়াছেন । সেই আলোক মাস্তলি-চালিত জ্যোতিৰ্ম্ময় রথের ।