জঙ্গ স্বর্গে আজ মহা ধুম। কাবণ স্বর্গের দেবতাব স্বর্গে ফিবিয়া আসিয়াছেন। বাড়ী বাড়ী উলু ও শঙ্খেৰ ক্ষনি হইতেছে। বাস্তায় বাস্তায় আলো দিবাব জঙ্গ খুঁটাে পুতিতেছে। মেনকা উৰ্ব্বশী প্রভৃতি নৰ্ত্তকীগণ দল বল সহ বাজবাড়ী ও ঠাকুববাড়ী অভিমুখে চলিয়াছে। দলে দলে ব্রাহ্মণগণ আশীৰ্ব্বাদ কবিতে বাহিব হইয়াছেন। অবিশ্রান্ত গুজুম গুড়ুম শবে কেল্লা হইতে কামান (বঙ্গ) দাগ হইতেছে। প্রায় একলক্ষ বিবাশী হাজাব কয়েদীকে জেলখানা হইতে ছাড়িয়া দিবাব জন্ত যমেব প্রতি হুকুমনাম। বাতিব হইয়াছে । ভূত্যেব1.ফর্ণ হস্তে বাড়ী বাড়ী গয়াব পাথববাটী ও বৃন্দাবনেব তিলকমাটি বিতৰণ করিতে বাহিব হইয়াছে । দেবিগণ স্বামী পাইয়া একদিকে যেমন আহুলাদিত হইয়াছেন, তেমনি অপব দিকে র্তাহাদেব শবঁীবে লোপ লাগিয়া ব্যাধি প্রবেশ কৰায় উৎকণ্ঠিত হইয়াছেন এবং নিম-হলুদ মাখাইয়া দিতেছেন। বাটতে স্বস্ত্যয়ন আৰম্ভ হইয়াছে। এই ঘটনাব ৫৭ দিন পবে দেববাজেব আদেশে এবং গণেশেব উদ্যোগে অমবাবতীতে একটা বৃহৎ সভাধিবেশনেব উদ্যোগ হইতে লাগিল। বাস্তায় রাস্তায় নোটশ দেওয়া হইল এবং বাড়ী বাড়ী পত্র পাঠান হইল । নিৰ্বাবিত দিবসে দেবগণ উপস্থিত হইতে লাগিলেন। মহিষারোহণে যম, হংস আবোহণে পদ্মযোনি, গরক্ষাবোহণে নাৰায়ণ, বৃষপৃষ্ঠে পঞ্চানন, ইহূবেব টমটমে গণেশ, ময়ুবের বগীতে কাৰ্ত্তিক, পুষ্পকবথে দেববাজ ধ্রুং স্ব স্ব যান আৰোহণে চঞ্জ, স্বৰ্য্য, নক্ষত্র প্রভৃতি ছত্রিশ কোটা দেবগণ আসিয়া উপস্থিত হইলেন। দেবিগণেবও আবির্ভাব হইল। সিংহ ,শবোহণে ভগবতী, পেচক আবোহণে লক্ষ্মী, বীণা হস্তে বীণাপাণি, ডোমেব স্ক শীতলা, বিজুলি আরোৰণে ষষ্ঠী প্রভৃতি আসিলেন। পাতাল হইতে নাগগণ ৰ উপস্থিত হইতে লাগিলেন। এতদ্ভিন্ন মানাপ্রকার বোগ, যথা—জব, কলেব8
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।