স্বর্গ " ৭৮৯ ব্রাহ্মণদিগের স্থায় শূদ্রদিগেরও পরিবর্তন ঘটিয়াছে। ভাতি, কামার, কুমার প্রভৃতি স্ব স্ব ব্যবসা পরিত্যাগ করিয়া চাকরি করিতেছে এবং সমবয়স্ক ব্ৰাহ্মণকুমারকে প্রণাম না করিয়া পাঞ্জ কলিয়া গুডমৰ্ণিং বলিতেছে। এক হুকায় ছত্রিশ জাতিতে তামাক খাইতেছে এবং ব্রাহ্মণের শূদ্রের বাড়ী আহার করিতে যাইয় একঘরে ছত্রিশ বর্ণের সহিত বসিয়া আহার করিতেছে। অগ্ৰে বিষ্ণুমন্ত্রে দীক্ষিত ব্যক্তির পটার নাম শুনিলে কানে হাত দিত, এক্ষণে পাটার মাংস না হইলে তাহদের আহার ভালরূপ হয় না। পূৰ্ব্বকার বিধবারা এক সন্ধ্য নিরামিষ ভোজন করিতেন, এক্ষণে সে নিয়ম শিথিল হইয়াছে। পূৰ্ব্বে স্ত্রীপুরুষে যেরূপ পরিচ্ছদ ব্যবহার করিতেন, এক্ষণে সেরূপ নাই, এখনকার স্ত্রীলোকেরা নক্সা পেড়ে চিকণ ধুতি ও পুরুষেরা প্যান্টুলেন চাপকান ব্যবহার করিতেছেন। পূৰ্ব্বকার ধনী লোকেরাই দাস দাসী রাখিতেন, এক্ষণে একজন স্ত্রীলোক যত ছেলে প্রসব করে ততগুলি চাকরাণীর আবগুক হয়। পূৰ্ব্বে বিষয় না হইলে স্ত্রীকে গহনা দিত না, এক্ষণে নিজে পেটে না খাইয়া ও পিতামাতাকে অনাহারে রাখিয়া পরিবারের গহন দিতেছে । পুৰ্ব্বকার জমিদার ও রাজার সদগুণবিশিষ্ট লোক পাইলে নিজ রাজ্যে আনিয়া বাস করাইতেন ও বিষয় বিভব করিয়া দিতেন, এখনকার জমিদারের সেরূপ লোক দেখিলে তাহার জমি জমা কাড়িয়া তাহাকে উদ্বাস্তু করিতেছেন । পূৰ্ব্বকার রাজারা মদ ও তাড়ি বিক্রয় করিতে দিতেন না, এক্ষণে মদে দেশ । উৎসল্প যাইতেছে। পূৰ্ব্বে লোকের কোন বিষয়ে পরামর্শ জানিবার ইচ্ছ। হইলে গ্রামস্থ প্রবীণ লোকের নিকট পরামর্শ লইতেন, এক্ষণে স্ত্রী-ই সকল বিষয়ের পরামর্শ দিতেছেন । পুৰ্ব্বে পরম পূজ্য পিতা মাতাকে উচ্চ স্থানে রাখা হইত ; এক্ষণে লোকে সস্ত্রীক উপরের ঘরে থাকে এবং পিত। মাতাকে নীচের ঘরের চোর-কুঠারিতে শয়নের স্থান দান করিতেছে । এক্ষণে বিষয়ী লোকের বাড়ীতে কাজ কৰ্ম্ম উপস্থিত হইলে ব্রাহ্মণ ভোজনের
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।