পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀՏՀ দেবগণের মর্ত্যে আগমন হাতে এক ভাগ দিয়া আমরা যে সিকি আছি, তাহাতেই যতদূর পারি পৃথিবীর লোকদিগকে দংশন করিব।” সাইক্লোন (মহাঝড় ) কহিলেন, “তোমরা সকলেই নিশ্চিস্ত থাক, আমি মধ্যে মধ্যে এক এক প্রদেশে দেখা দিয়া চালচাপ, দেওয়ালচাপা ও নৌকাডুবি করিয়া লক্ষ লক্ষ প্রাণীকে চালান দিব।” দুর্ভিক্ষ কহিল, “বেশ বেশ-আমিও তোমার পশ্চাৎ পশ্চাৎ যাইয়া উপস্থিত হইব।” শিব কহিলেন, “এখন হইতে আমি এমন নুতন নুতন রোগের স্বষ্টি করিব, যাহার নাম বা ঔষধ ডাক্তার কবিরাজের খুজিয়া পাইবেন না।” ইন্দ্র। পিতামহ ! এত লোক আসবে কিসে? পিতা। রেলগাড়ীতে অথবা ষ্টীমারে। রেলওয়ে ও ষ্টীমারে নিত্যই যেরূপ স্থঘটনা ঘটে—তাহাতে এক এক চালানে অনেক আসিতে পারিবে । যম । আমি তবে নরক সাফ করিগে । চিত্রগুপ্ত । আমার কিন্তু কতকগুলো অ্যাসিষ্ট্যাণ্ট চাই। এত হিসাব এক রাখিতে পারিব না। অনন্তর পিতামহ উঠিয়া কহিলেন—“দেবগণ ! আমরা মৰ্ত্ত্যে গমন করিয়া পূৰ্ব্বোক্ত কারণে নিতান্ত অসন্তুষ্ট হইয়াছি বটে ; কিন্তু ইংরাজের রাজ্য শাসনপ্রণালী দর্শনে সন্তোষ লাভ করিয়াছি । ইংরাজ রাজ্যের তুলনায় আমাদের স্বৰ্গরাজ্যও তুচ্ছ মনে হয়। এমন কি, দেবরাজও কোনও কোনও বিষয়ে ইংরাজরাজের অনুকরণ করিতে ইচ্ছা প্রকাশ করিয়াছেন। আশীৰ্ব্বাদ করি—ইংরাজরাজ্য চিরস্থায়ি হউক।” তখন নারায়ণ সভাপতিকে ধন্যবাদ দিবার প্রস্তাব করিলেন এবং ইন্দ্র সেই প্রস্তাব সমর্থন করিলেন । হরি” *হরি” শব্দে সভাভঙ্গ হইল । ( শিবমস্ত ) গ্রন্থ সমাপ্ত