পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ সাহিত্য-ভাণ্ডারের * * * * * * * * কয়েকখানি অপূৰ্ব্ব-রত্ন গোত্ৰী—ঐযতীন্দ্রমোহন সেনগুপ্ত—অভিনব গার্হস্থ্য উপন্যাসবিবাহবাসরে,—প্রিয়জনকে উপচার দিবার অপূৰ্ব্ব গ্রন্থ—উৎকৃষ্ট সিল্ক কাপড়ে বাধাই—১২ । বৌদিদির মাতৃহীন শিশু দেবরকে মাতৃ স্নেহে পালন—দেবরের মাতৃস্বরূপ ভ্রাতৃজায়ার প্রতি শৈশবের প্রতিকর আকারউপদ্রব—যৌবনে—মায়ের দ্যায় প্রগাঢ় ভক্তি—আকৃত্রিম ভ্রাতৃ-স্নেহ । সকল চরিত্রগুলিই অতি অপুৰ্ব্ব স্বাভাবিকভাবে চিত্রিত হইয়াছে। ঘৱেৱ ভক—অতি স্বন্দরভাবে বর্ণিত নূতন উপন্যাস, উৎকৃষ্ট বাধাই—ছাপাই ।—মূল্য ২২। ঐবিশ্বপতি চৌধুরী।—গরীবের মেয়ে "লক্ষ্মী স্বধৰ্ম্মত্যাগী পিতার জন্ত খৃষ্টান হ’তে বাধ্য হয় –কিন্তু হিন্দুধৰ্ম্মের প্রতি মায়া সে কিছুতেই কাটিয়ে উঠতে পারলে না। যত জোরেই সে তার বাপের নুতন লওয়া ধৰ্ম্মকে অীকৃড়ে ধরতে যায়, ততই সে খৃষ্ট মতে অপবিত্র হিন্দুধৰ্ম্মের দিকে আকৃষ্ট হয়ে পড়তে লাগলো। উম—ঐ পাঁচকড়ি বন্দোপাধ্যায় প্রণীত । সংসারের স্বাভাবিক ও সাধারণ ঘটনা অবলম্বনে লিখিত। “উমা একখানি মনোরম গৃহচিত্র —লেখক উপদেষ্টার আসন গ্রহণ না করিয়া—জিজ্ঞাসু হইয়। এই অপুৰ্ব্ব উপন্যাসের শ্রেষ্ঠ—উমা চরিত্র অঙ্কিত করিয়াছেন । উমার আদর্শে মাধুর্য্যে হৃদয় মুগ্ধ হয় । মূল্য ১৮০ ৷ চীনের ড্রাগ=-- হীদীনেন্দ্রকুমার রায় প্রণীত—মুল্য ১॥• । এই ড্রাগন কোটি-কোটি মুদ্রা ব্যয়ে নিৰ্ম্মিত ও চীনরাজর্ষি ফনফুসির আশীৰ্ব্বাদপুত। প্রবাদ —ইহা যতদিন চীনরাজবংশের নিকটে থাকিবে,ততদিন তাহ