ర్చి দেবগণের মর্ত্যে আগমন ইংলণ্ডে ভারতেশ্বরীর মস্তকে বিরাজ করিতেছে। আপনি বল্লেন “উহ! এক সংসারে অধিক দিন থাকিবে না”—এই জল্প বোধ করি সুচতুর ইংরাজের কেটে কুটে নিয়েছেন। ইহার পর সকলে গাজিউদ্দীনের কলেজ দেখিতে যান। যখন তাহার। যাইতেছিলেন, রাস্তার পাশ্বস্থ একটা ভাঙ্গ মসজিদের দ্বার হইতে একজন মুসলমান একটা মুরগীর গলা কাটিয়া ছাড়িয়া দিয়াছিল। মুরগী যন্ত্রণায় ছটফট করিতে করিতে আমাদের পিতামহের পদতলে আসিয়া পড়িল। পিতামহ তাদর্শনে "য়্যা ! ঐবিষ্ণু !” বলিয়া সরিয়া দাড়াইলেন। নারা। ঠাকুরদাদা ! আপনার স্বল্প জীব আপনার শরণ লইল, রক্ষা করুন । ব্ৰহ্মা । ওর ভাগ্যে ঘাহা ছিল, ঘটিল। বিধিলিপি কে খণ্ডাইতে পারে ? বরুণ। এই গাজিউদ্দীনের কলেজ, এক্ষণে ছাত্র অভাবে বন্ধ। মহারাষ্ট্ৰীয়েরা এখানে অত্যন্ত উপদ্রব করিয়াছিল, তাহার কবরের মধ্যে টাকা থাকে ভাবিয়া অনেক ভাল ভাল কবর নষ্ট করে | রোহিলারাও এখানে অত্যন্ত উপদ্রব করিয়াছিল । নাদীর মণি মুক্ত, মহারাইয়ের স্বর্ণ রৌপ্য এবং রোহিলারা প্রাচীর হইতে ভাল ভাল পাথরগুলি উঠাইয়া লইয়া যায়। ইন্দ্র। দিল্লীতে আর কি আছে ? বরুণ। ইংরাজ গবর্ণমেণ্টের কাছারি, কলেজ, কোতোয়ালি এবং দিল্লী ব্যাঙ্ক নামে ব্যাঙ্ক আছে। এখানকার পুস্তকালয় দেখিতে ভাল । উহাতে অনেক নাগরী ও পারসী পুস্তক আছে । দিল্লী-মিউজিয়মে অনেক নাক কাণ, ভাঙ্গ প্রতিমূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় ; কিন্তু কাহার তাহা স্থির হয় না । মিউজিয়মের ভিতরে সার হেনরী লরেন্স, সার চার্লস মেটকাফ প্রভৃতি কতিপয় ইংরাজ মহাপুরুষের প্রতিমূৰ্ত্তি আছে। মিউজিয়মের পূর্বদিকে কলেজ ও কুইনের বাগান। এই বাগানের গেটে আকবর-নিৰ্ম্মিত জয়মলের প্রতিমূৰ্ত্তি সহ কাল প্রস্তরে নিৰ্ম্মিত হাতী আছে।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।