[ э. ) ঝল্লাপাভা—শ্ৰীস্বরুচিবালা রায় প্রণীত। সামাজিক উপন্যাস —মূল্য—২\ দুই টাকা। ব্রাহ্মমেয়ে যুথিকা বলিতেছে—“বিশ্বেশ্বরের মন্দিরে আরতি দেখিতে বহুদিন গিয়াছি। প্রথম প্রথম ভিড় এবং গোলমাল ভাল লাগিত না, তার পরে, প্রতিদিন দেখিয়া দেখিয় মনটা বিস্ময়ে পূর্ণ হইয়া উঠিত। সত্যি যদি কিছু নাই থাকে, লোকে ইচ্ছ। করিয়া কি শুধু এত কষ্ট করে, এত ধাক্কা খায় ? যদি কিছু নাই থাকে, তবে এই একই খেয়াল মানুষের প্রতিদিনই কি করিয়া হয় ?” ---“আজ আমি দেবী নই, পাষাণী নই, আমার বিদ্যা মিথ্যা, জ্ঞান মিথ্যা — আজ আমি শুধু নারী-নারী-নারী।--...-কে বলে নারী ক্ষুদ্র, তুচ্ছ, শক্তিহীন ? সে জাগিয়া উঠুক দেখি!” নারী হৃদয়ের এমনই শত শত সত্যবাণীতে পূর্ণ। ৱদশহীন।—শ্ৰীমতী গিরিবালা দেবী রত্নপ্রভা, সরস্বতী প্রণীত । নারী হৃদয়ের রহস্ত-ভেদে নিপুণ লেখিকার এই দুঃখে দীন দাসী-প্রেমিক, 'মেঘমিন্ধ শুামকায়া,’ ‘কালে নয়নে কালে চিকুরে কালো রূপে অমর। বঙ্গজায়ার নিখুঁত চিত্র অতিশয় উপভোগ্য। মূল্য ২২। মজ্জল কোথাক্স —ত্ৰৈলোক্যনাথ মুখোপাধ্যায় প্রণীত । বঙ্গসাহিত্যে ত্ৰৈলোক্যবাবুর স্থান অতি উচ্চ । গ্রন্থকার নরনারী চরিত্র বর্ণনে যেরূপ দক্ষত। দেখাইয়াছেন,—সচরাচর সকল পুস্তকে সেরূপ দক্ষতার পরিচয় পাওয়া যায় না –সংসারে বর্তমান মুখস্বচ্ছন্দতার মোহে বিভিন্ন প্রকৃতির মানব দম্ভভরে কিরূপে আপন ক্ষমত। প্রকাশের চেষ্ট৷ পায় এবং পিশাচিন-সদৃশী গৃহিণীর ঘৃণিত ব্যবহারে কোন কোন কুলবধূকে কিরূপ মৰ্ম্মযাতনা ভোগ করিতে হয়, তাহা যদি জানিতে চাহেন,—অর্থের কুচকে মানুষ কিরূপ ভ্ৰমান্ধ, তাহা যদি হৃদয়ঙ্গম করিবার বাসন থাকে, তবে "ময়না কোথায় - পাঠ করুন । মূল্য ১২ টাকা ।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।