পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মথুর Yడిసి দ্রুত গমন করিতে পারে না । ইহার গমন এত ধীর যে, দুই হাত দূরে ট্রেণ থাকিতে গো-শকট অনায়াসেই রাস্ত অতিক্রম করিয়া যাইতে পারে ; সুতরাং বেড়ার কোন আবশুক হয় না। যাহা হোক, ট্রেণ গজেন্দ্রগমনে যাইয়া মথুরায় উপস্থিত হইল। গেটে টিকিট দিয়া দেবগণ যেমন ফটকের বাহির হয়েছেন, অমনি ঝণকে বণিকে চোবে পাণ্ডারা আসিয়া তাহাদিগকে মৌমাছির মত ছাকা বঁকা করিয়া ধরিল এবং “বাৰু আমার সঙ্গে আম্বন, আমার সঙ্গে আমুন” বলিয়া টানাটানি আরম্ভ করিল । দেবগণ কাহার যজমান এই কথা লইয়া পাণ্ডাদের মধ্যে মহা গণ্ডগোল বাধিল ; তখন একজন কহিল, “বাবু আপনাদিগের নিবাস, আর পিতার নাম ?” স্থষ্টিকর্তা ভাবিয়া কহিলেন “আমাদের নিবাস শূন্তে, পিতার নাম যথানাম চন্দ্র ” সে ব্যক্তি কহিল “ই, ই, এক সময়ে যথানাম চন্দ্র শূন্ত হইতে বৃন্দাবন দেখিতে আসিয়া ছিলেন o আমি তখন ছোট ছিলাম, আমার ঠাকুর তাহাকে দেখেন, এই খাতাতে লেখ আছে” বলিয়। একখানি বহুকালের জীর্ণ খাত বাহির করিল এবং বৃদ্ধ পিতামহের হাত ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া লইয়া চলিল ; দেবগণ অগত্য পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। পোলের উপর হইতে দেবগণ মথুরার দৃপ্ত দেখিয়া কহিলেন,"আহা! নয়ন ও মন চরিতার্থ হইল।” মথুরা মথুরায় প্রবেশ করিলে বরণ কহিলেন। “দেখুন পিতামহ । পূর্বে ংস্থানে অত্যন্ত বন ছিল, তখন দৈত্যেরা এখানে রাজস্ব করিত। উহার রামচন্দ্র এবং লক্ষ্মণের সমকালীন। উহাদের পর রাজা কংস এবং ঐকৃষ্ণ এখানে রাজ্য করেন ।” ব্ৰহ্ম ৷ বৃক্ষ-লতা-পূর্ণ সন্মুখস্থ ও টিপিটা কি ? বরুণ। মাটির পাহাড়। এখানে ওপ্রকার মাটির পাহাড়ের অসদ্ভাৰ