পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মথুর 8X সময় ব্ৰজবাসীরা আসিয়া যখন যমুনাদেবীকে আরতি করে, তখন ঘাটের বড় চমৎকার শোভ হয় । নারা । জলে যে কচ্ছপ, স্নান করি কিরূপে ? শুনেছি কাছিমে কামড়ালে মেঘ না ডাকৃলে ছাড়ে না। ইন্দ্র। তুমি নির্বিবঘ্নে স্নান কর ; যদিই কাছিমে ধরে, আমি মুল্লুকের মেঘ সকলকে ডেকে দেব । নারা। তারপর রক্ত-ছোট জলুনীর কি ? ইন্দ্র। উপরে বিস্তর পাথুরে কয়লা প’ড়ে আছে—ঘ’যে দিলেই সেরে যাবে। আহা ! এত কাছিম স্বর্গে থাকৃলে বুনোপাড়ার লোক খেয়ে ভুট ক’ৰ্বতে । বরুণ। এখানেও কাছিম-খেগে বিস্তর আছে, কেবল তীর্থস্থান ব’লে জীব হত্য করতে পায় না। ভাল, পিতামহ । বৃন্দাবনে এত কাছিম কেন ? ব্ৰহ্মা । করিবার অভিপ্রায়ে এখানে এসে যাহারা পাপ করে, তাহারাই কচ্ছপযোনি প্রাপ্ত হয় । দেবগণ গামছায় করিয়া জল লইয়। যোগে যোগে স্নান করিলেন এবং আহারাদি করিয়া অপরাহ্লে এক্কাযোগে বৃন্দাবনে চলিলেন, দেবগণের একাও যেমন সবেগে বৃন্দাবন-অভিমুখে ছুটিল, ৮০৯০ জন ভিক্ষুক বালকও পশ্চাৎ পশ্চাৎ “বাবু মহাশয় একটি পয়সা” “কৰ্ত্ত বাবু একটি পয়সা” বলিয়া চীৎকার করিতে করিতে ছুটিল। তাহারা বৃন্দাবনের অৰ্দ্ধেক রাস্ত পৰ্য্যস্ত যাইলে পিতামহ কহিলেন “কৃষ্ণ ! দু’চারটি পয়সা দেও।” নারা । দেখা যাকৃনা—বেটারা কতদূর দোঁড়িতে পারে ? ব্ৰহ্মা । ছি! তুমি এমন নিষ্ঠুর হইতেছ কেন ? যদি ছুটিতে ছুটতে }াৱা পড়ে? এপাপের প্রায়শ্চিত্ত তোমাকেই ভোগ করিতে হইবে। দুর হইতে র্তাহার শেঠদের ঠাকুরবাড়ীর সোণার তালগাছ দেখিতে পাইলেন।