পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃন্দাবন 86. ১ম । (ক্ৰন্দন করিম ) আমার ছোট সেবাদাসীকে নিয়ে পালিয়েছে। . ২য় । গোবিন্দ ! এখন ক’ৰ্বতে হবে কি ? * ১ম। এখনও বেশী দূর যায় নাই, চল, দলবল নিয়ে ছিনিয়ে আনি। ২য় । গোবিন্দের ইচ্ছা যাহা তা ঘটিয়াছে, আমি ত আর ঘাইবার, আবশুক দেখি না। & প্রথম তৎশ্রবণে নিরস্ত হইল বটে, কিন্তু ছোট সেবাদাসীর রূপ, গুণ . ও বয়স যত মনে হইতে লাগিল তত ক্ৰন্দন করিয়া মাটি ভিজাইতে লাগিল । দেবগণ যমুনাতে স্নান করিয়া নগর-ভ্রমণে চলিলেন। চৈতন্তদাস বাবাজীর সেবাদাসীর দলও ভিক্ষায় বাহির হইল । o, ঠু ব্ৰহ্মা । বৃন্দাবনে এত মন্দির কাহার ? বরুণ। এখানে জয়পুর, সিন্ধিয়া, হুলকার এবং বদ্ধমান প্রভৃতি স্থানের মহারাজের এবং অনেক জমীদার মন্দির প্রতিষ্ঠা করিয়াছেন । প্রত্যেক দেরালয়ে একশত টাকা হইতে দশ টাকা পৰ্য্যন্ত প্রাত্যহিক পূজার বরাদ্দ আছে। অনেক যাত্রী এখানে আজীবন প্রসাদ খাইয়া কাটায়। ক্রমে সকলে গোপীনাথের মন্দিরের নিকট যাইয়া দ্বারে ॥০ আনা করিয়া ভেট দিয়া বাটীর মধ্যে প্রবেশ করিলেন । বরুণ। শ্ৰীকৃষ্ণ গোপীদিগের কৰ্ত্ত ছিলেন বলিয়া তাহার নাম গোপীনাথ হয়। তিনি যে বেশে গোষ্ঠে যাইয়া কালিন্দীতীরস্থ বনে বনে ঐরাধিকার হাত ধরিয়া পরিভ্রমণ করিতেন, এ মন্দিরে সেই প্রতিমূৰ্ত্তি আছে। কালিন্দীতীরস্থ সেই বন অস্থাপি বর্তমান আছে। দুঃখের বিষয়—বংশী নীরব। দেবতারা গোপীনাথ দেখিয়া কেশি-ঘাটে যাইয়া উপস্থিত হইলেন। বরুণ। শ্ৰীকৃষ্ণ এই ঘাটে কেশি-নামক দৈত্যকে সংহার করেন বলিয়া ইহাও কেশি-ঘাট নাম হইয়াছে। এই ঘাটেই তিনি খেয়া দিতেন এজন্য অস্তাপি একখানি নৌকা ঘাটে বাধা রহিয়াছে। بر .