বৃন্দাবন 8૧ করেন। এখানে বৎসর ধংসর একটি করিয়া মেলা হয়, সেই সময়ে অনেক যাত্রী আসিয়া মেলাতে যোগ দিয়া থাকে । পরে সকলে যাইতে যাইতে এক স্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন “পিতামহ । আপনার স্মরণ থাকিতে পারে, এক সময় আপনি শ্ৰীকৃষ্ণের দছিত কৌতুক করিবার অভিপ্রায়ে পক্ষিবেশে আসিয়া এই স্থান হইতে কতকগুলি গরু, বাছুর এবং বালককে হরণ করিয়াছিল। শ্ৰীকৃষ্ণ তদৰ্শনে ঠিক সেইপ্রকার গরু, বাছুর এবং লালক স্বষ্টি করিলে আপনি পাহা যাহা লইয়া যান, সেই সমস্তই প্রত্যপণ করেন । এই স্থানের নাম তদবধি ব্ৰহ্মকুণ্ড হইয়াছে। এখানে হরহরির মুক্তির স্তায় প্রতিমূৰ্ত্তি আছে, সঁহাকে লোকে গোপেশ্বর বলে। বিখ্যাত হরিদাস গোস্বামীর সমাজ ও সমাধিস্থানও এই স্থানে। এক সময়ে সম্রাট আকবর নৌকাযোগে যমুনা দিয়া বাইতে যাইতে গোস্বামীর সঙ্গীত শ্রবণ করিয়া মোহিত হন এবং গুপ্তবেশে বায়ু আত্মপ্রকা; পূর্বক তাহাকে অনেক টাকা কড়ির প্রলোভন দেখাইয়া দিল্লীতে যাইতে কহেন । তিনি অর্থ যে অকিঞ্চিতকর বস্তু, তাহা বিশেষরূপে বুঝাইয়া পাটনা-নিবাসী তানসান নামক - ৯২০ বৎসরের নিজ শিষ্যকে সম্রাট সহ পাঠাইয় দেন । তানসান দিল্লীতে বাইয়া মুসলমানধৰ্ম্ম গ্রহণ করেন।” - ইহার পর সকলে পুলিনে যাইয়া উপস্থিত হইলে পদ্মযোনি জিজ্ঞাসা করিলেন “শ্ৰীকৃষ্ণ এখানে কি লীলা খেলেন ?” বরুণ। এই স্থানে তিনি গোপীদিগের সহিত কেলি করিতেন । এখানে লালাবাবুর কৃত এক কৃষ্ণমূৰ্ত্তি আছে। এই লালাবাবু শেষ-দশাতে সংসারধৰ্ম্ম পরিত্যাগ করিয়া এখানে আসিয়া বৈষ্ণব হইয়াছিলেন। ব্ৰহ্মা। লালাবাবু বৈষ্ণব হন কেন ? r বরুণ। কথিত আছে এক ধীবরপত্নী মৎস্ত বিক্রয়ের টাকা চাহিতে আসিয়া কহে “বেলা গেল—পারে য়াব কখন ?” এই কথা শ্ৰৱণে
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।