পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃন্দাবন Q○ গোপাল ভট্ট ইহার পূজা করিতেন। এক্ষণে প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিয়া তন্মধ্যে ঐ শালগ্রাম রাখা হইয়াছে। তথা হইতে সকলে গোবৰ্দ্ধন পৰ্ব্বতে যাইয়া উপস্থিত হন এবং ব্রহ্মা কহেন “এই কি গোবৰ্দ্ধন পৰ্ব্বত ? এই স্থানে কি লালাবাবু শেষ দশাতে আসিয়া বাস করেন ?” বরুণ। আজ্ঞে ছ। এই স্থানে তিনি বাস করেন এবং এই স্থানেই হঠাৎ পতিত হইয় তাহার অপমৃত্যু ঘটে। ব্ৰহ্মা । কেন ? কেন ? অমন মহাপুরুষের ভাগ্যে অপমৃত্যু ! বরুণ। কারণ এই, তিনি বৈষ্ণব হইয়া নৌকা-যোগে ( তখন রেল ছিল না ) বৃন্দাবনে আসেন, পথিমধ্যে কাশীর ঘাটে উপস্থিত হইয় নৌকার পরদা ফেলে দিতে আজ্ঞা দেন । ইন্দ্র। পরদা ফেলে দিবার আজ্ঞা দেন কেন ? বরুণ। তিনি বৈষ্ণব, শৈব তীর্থস্থান দেখবেন ! এ কি কথন হ’তে পারে ? [* * ব্ৰহ্মা। ঐ ত বাঙ্গালীর দোষ ! ঈশ্বর ভেবে উপাসনা করিতেও দলাদলি করিয়া পাপ করিয়া বসে। ঈশ্বর কি ভিন্ন ?—দেশভেদে, কালভেদে তিনি ভিন্ন ভিন্ন আকৃতি ধরিলেও মূলে সেই এক মাত্র। বরুণ। গোবৰ্দ্ধন পৰ্ব্বত সম্বন্ধে লোকে বলে “হনুমান যখন বিশল্যকরণীসহ গন্ধমাদন-পৰ্ব্বত স্কন্ধে লইয়া লক্ষ্মণকে বাচাইতে যান, ভরতের বঁটুলাঘাতে এই স্থানে পতিত হইয়াছিলেন । পৰ্ব্বতের যে একটু সামান্ত অংশ অন্ধকারে দেখতে না পাওয়ায় ফেলিয়া যান, তাহাকেই গোবৰ্দ্ধন গিরি কহে।” আবার অনেকে এরূপ বলে “এক সময়ে দেবরাজ অনবরত জল ঢালিয়া বৃন্দাবন ধ্বংস করিবার চেষ্টা করিলে শ্ৰীকৃষ্ণ এই পৰ্ব্বত ছাতার স্তায় কনিষ্ঠাঙ্গুলিতে ধারণ করিয়া বৃন্দাবনবাসীদিগকে রক্ষা করিয়াছিলেন।” পৰ্ব্বতের উপর গোবৰ্দ্ধন দেবের প্রতিমূৰ্ত্তি আছে। । ব্ৰহ্মা । ঐ মূৰ্ত্তি কি প্রকার ?