পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃন্দাবন તો? ভাঙ্গিলে নারায়ণ মনের দুঃখে কখন ব’লতেন "সন্ন্যাসী হয়ে কাশী যাব।” কখন বলতেন “বৈষ্ণব হ’য়ে দ্বারে দ্বারে ফিরবে।” এই প্রকারে তিনি বিদেশিনী প্রভৃতি যা হউক একট, সেজে এলেই বৃন্দ মধ্যস্থ হইয়া বিবাদ ভঞ্জন পূৰ্ব্বক মিলন করিয়া দিত। বলিতে কি, মাগীগুলো ওঁকে নিয়ে অনেক রঙ্গই করিত,—কখন কখন পাচ সাতটা একত্র হয়ে হাতী সেজে পৃষ্ঠে লইয়া বনে বনে ফিরতে । কথন বা গাছে তুলে দোলন ও ঝুলন খাওয়াতে, সে জন্ত অদ্যাপি দোলু ও ঝুলনযাত্র প্রচলিত আছে। এই সময়ে চৈতন্তদাস বাবাজীর কয়েকজন সেবাদাসী আসিয়া ডাকিল—“ওগো তোমরা এস।” * . নারা । কোথায় যাব ? সেবাদী । রাত হয়েছে, শোবে না ? ". ইন্দ্র । কেন, আমার ত শুয়ে আছি। সেবাদ । বৃন্দাবনুে কি একৃলা শুতে আছে ? ইন্দ্র। কেন, আমরা ত চারি জন আছি। i সেবাদ । ও মা ! মিন্সেরা বলে কি—বৃন্দাবনে কি.যুগলরূপ না হয়ে রাত্রি বাস করতে আছে ! ওতে যে পাপ হয়। বাহির হয়ে এস। ইন্দ্র । তোমরা চলে যাও, আমাদের না হয় পাপ হবে । কি সৰ্ব্বনাশ ! বরুণ! এই কি তীর্থস্থান ?—এই কি তীর্থস্থানের ব্যবহার ? ধিকৃ! ইহারা কি এই মন্দ অভিপ্রায়ের জন্যই বৈষ্ণবী হয়েছে! ধৰ্ম্মের জন্ত নহে ? এই সময়ে চৈতন্তদাস বাবাজী আসিয়া কহিল “কৃষ্ণ তোমাদের মঙ্গল করুন, বলি বাবাজী !” - ইন্দ্র। কি বাবাজী ? - চৈতন্ত । আমার সেবাদাসীদিগকে বঞ্চিত ক’রে ফিরাইয়াছেন কেন ? তারা অত্যন্ত দুঃখ করছে। এখানকার যাহা ধৰ্ম্ম, তাহ রক্ষা করুন; নচেৎ যে অধৰ্ম্ম হবে. . . .. ч f